Sunday, October 30, 2016

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এবং শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তার অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৬-এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদ করেছে মন্ত্রিসভা।’

সচিব জানান, একজন বীরশ্রেষ্ঠ মাসিক ভাতা ১২ হাজার থেকে বেড়ে ৩০ হাজার টাকা, বীরউত্তম ১০ হাজার থেকে ২৫ হাজার, বীরবিক্রম আট হাজার থেকে ২০ হাজার, বীরপ্রতীকের ভাতা ছয় হাজার থেকে বেড়ে হবে ১৫ হাজার টাকা।

একজন ‘এ’ ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা বেড়ে হয়েছে ৩০ হাজার থেকে ৪৫ হাজার, ‘বি’ ক্যাটাগরির মুক্তিযোদ্ধা ২০ থেকে ৩৫, ‘সি’ ক্যাটাগরি ১৬ থেকে ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি ৯ হাজার ৭০০ থেকে ২৫ হাজার টাকা।

শহীদ পরিবারের ভাতা ১৫ হাজার থেকে বেড়ে ৩০ হাজার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবার ১৫ হাজার থেকে ২৫ হাজার ও বীরশ্রেষ্ঠের ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা হয়েছে।

সচিব আরো জানান, চলতি বছরের (২০১৬) জানুয়ারি মাস থেকে তাঁদের এ ভাতা কার্যকর হবে।

তবে সভায় সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়নি।

No comments:

Post a Comment