Showing posts with label Sports news. Show all posts
Showing posts with label Sports news. Show all posts

Tuesday, November 15, 2016

সাকিবের এক ওভারে মাশরাফির চার ছক্কা যারা মিস করেছেন ( ভিডিও)

টসে হেরে ব্যাট করতে নেমে মেহেদী মারুফের ৬০ ও নাসির হোসাইনের ৪৩ রানে উপর ভর করে বড় স্কোরের পথেই এগোচ্ছিল ডাইনামাইটস।

শেষের দিকে সাকিব-ব্রাভোদের ছোট ইনিংসে এবারের বিপিএলের সর্বোচ্চ স্কোর গড়ে ঢাকা। ফর্মহীনতায় ভুগতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অর্ডারের জন্য লক্ষ্যটা কঠিনই বটে।


ইনিংসের শুরুতেই ঢাকার বোলাররা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ব্যাটিং পাওয়ারপ্লের চতুর্থ ওভারে এসে নাসির হোসাইনের বলে ধরা পড়েন ইমরুল।
আরেক ওপেনার জশিম উদ্দিনকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় নি লঙ্কান লেগ স্পিনার প্রসন্ন। বিপদের মুখে এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা আহমেদ শেহজাদকে অল্প রানে ফেরান মোসাদ্দেক।

দ্রুত উইকেট হারিয়ে ধুকতে থাকা ভিক্টোরিয়ান্সদের মিডেল অর্ডারে কেউই বড় দাঁড়াতে পারছিলেন না। নাজমুল হাসান শান্ত কিছু রান যোগ করলেও সানজামুলের স্পিনে বোল্ড হন তিনি।

কুমিল্লার ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ায় ব্যস্থ, ঢাকার বোলাররা তখন জয়ের গ্রান পাচ্ছিল। ইনিংসের দশম ওভারে ডেসকাটেকে হারায় কুমিল্লা।
দলের স্কোর তখন ৭০ রান ছয় উইকেটে। মোহাম্মাদ শহীদের বলে আল আমিন কট বিবাইন্ড হলে ঢাকার জয় সময়ের ব্যাপার হয়ে পড়ে।
পরবর্তীতে সোহেল তানভির ও মাশরাফি জুটি গড়ে কিছু রান যোগ করেন। ১৬তম ওভারে দলীয় ১১১ রানের সময় বোপারার বলে কট বিহাইন্ড হন তানভির।
তানভির বিদায় নিলেও মাশরাফি তার স্বভাবসুলভ ব্যাটিং করে যান। সাকিবের করা ১৯তম ওভারে চারটি ছয় হাঁকান টাইগার কাপ্তান। শেষ ওভারে এসে ৪৭ রানে শহীদের বলে বোল্ড হন তিনি।
সাকিবের এক ওভারে মাশরাফির চার ছক্কার ভিডিও দেখুন এখানে।

Wednesday, November 9, 2016

খেলোয়াড়ের ঢুসে রেফারির মৃত্যু


ফুটবল মাঠে ঢুসের কথা উঠলেই স্মৃতিতে ভেসে ওঠে জিনেদিন জিদানের সেই কাণ্ড। তবে মেক্সিকোর এক খেলোয়াড় যা করলেন, তাতে কালো এক অধ্যায় হয়ে থাকল ফুটবল ইতিহাসে। তাঁর ঢুসে যে শেষ পর্যন্ত মারাই গেছেন ৫৫ বছর বয়সী ওই রেফারি!

ঘটনা গত রোববারের, মেক্সিকোর একটি অপেশাদার ফুটবল ম্যাচে। ভিক্তর ত্রেহো নামের ওই রেফারি ফাউলের দায়ে এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান। এর পরই শুরু হয়ে যায় উত্তেজনা। হাতাহাতি। লাল কার্ড দেখা সেই খেলোয়াড়টি রাগের মাথায় রেফারিকে ঢুস মেরে বসেন। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন সেই রেফারি। প্রাথমিক চিকিৎসা দিতে এসে আবিষ্কৃত হয়, সেই রেফারির হৃৎস্পন্দন নেই। নীল রঙের একটি আচ্ছাদনে ঢেকে রাখা হয় তাঁর নিথর দেহ। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

ঘটনার খলনায়ক সেই খেলোয়াড় মাঠের পাশে থাকা একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যান। তখন থেকেই তিনি পলাতক। স্থানীয় লোকজন জানিয়েছেন, সেই খেলোয়াড়ের নাম রুবেন রিভেরা ভাজকুয়েজ।

Saturday, August 27, 2016

শাহজালালে ২৩ কেজি স্বর্ণসহ যুবক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ কেজি সোনাসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন শুল্ক কর্মকর্তারা। বুধবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আতাউল মজিদ (৩২)। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানের এসকিউ ৪৪৬ ফ্লাইটে রাত সাড়ে ১০টার দিকে শাহজালালে অবতরণ করেন তিনি। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার গণমাধ্যমকে জানান, একটি হুইল চেয়ারে করে বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন মজিদ। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ২২৫টি সোনার বার ও কিছু অলংকার উদ্ধার করা হয়।

Wednesday, August 24, 2016

নেইমার বিশ্ব সেরাদের একজন: পিকে

অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে প্রথমবারের মতো সোনা জিতিয়ে নেইমার নিজেকে বিশ্ব সেরাদের একজন বলে প্রমাণ করেছে বলে মনে করেন তার বার্সেলোনা সতীর্থ জেরার্দ পিকে।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে গত শনিবার রাতে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে অলিম্পিক ফুটবলের সোনা জেতে স্বাগতিক ব্রাজিল। টাইব্রেকারে শেষ শটটি ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়েছিলেন নেইমার। এর আগে অসাধারণ এক ফ্রি-কিকে নির্ধারিত সময়ে ব্রাজিলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন ব্রাজিল অধিনায়ক।

দেশকে সোনার পদক জেতানো নেইমার বার্সেলোনা কোচ লুইস এনরিকের কাছ থেকে বাড়তি ছুটি কাটানোর অনুমতি পেয়েছেন। কিছু দিন ব্রাজিলে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলে কাম্প নউতে ফিরবেন তারকা এই ফরোয়ার্ড।

বাড়তি ছুটি নেইমারের প্রাপ্য বলেই মনে করেন বার্সেলোনার ডিফেন্ডার পিকে।

“অলিম্পিক গেমসে নেইমার দেখিয়েছে যে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কারণ, চ্যাম্পিয়ন হতে চূড়ান্ত পেনাল্টিটি থেকে তাকে গোল করতে হতো। সে আরও ছুটি অর্জন করেছে।”

“এটা তার জন্য সহজ নয় কারণ ব্রাজিলের জার্সি গায়ে খেলা মানে জয়ের জন্য অনেক চাপ থাকা। তার আর তার সতীর্থদের জন্য এটা খুব কঠিন এক টুর্নামেন্ট ছিল এবং বাস্তবতা হচ্ছে যে তাকে আরও বেশি কিছু দিন ছুটি কাটাতে দেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত ছিল।”

আগামী ১ সেপ্টেম্বর একুয়েডর ও তার পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।