Showing posts with label bd news. Show all posts
Showing posts with label bd news. Show all posts

Friday, August 31, 2018

নির্বাচনের আগে চাকরি থেকে অবসরের বয়স বাড়ছে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমার ধারণা নির্বাচনকালীন সরকার অক্টোবর মাসে হবে। কারণ ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকালীন সরকার তিন মাস আগে হতে হয়। সেজন্য অক্টোবরের মাঝামাঝি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে পারে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। নির্বাচনকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমার ধারণা নেই। অন্তর্বর্তী সরকারে থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত থাকবো।

সরকারি চাকরিতে অবসরের বয়স সীমা বাড়ছে কি না, এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অবসরের বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল। আমি প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু হয়নি। তবে আমার মনে হয় নির্বাচনের আগে কোনো পরিবর্তন হবে না।
চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩২ করা হচ্ছে এমন বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি জানি না। তবে চাকরির বয়স বেশি হলে আমার আপত্তি নেই। আমার মতে চাকরি হওয়া উচিত চুক্তি ভিত্তিক, যেমন দশ বা পনেরো বছরের জন্য। এটা যেকোন বয়সে হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরতের বিষয়ে অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ফিলিপাইনের ব্যাংকের বিরূদ্ধে এখনো মামলা হয়নি। বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে। তারা একজন আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলাটা হবে নিউইয়র্কে। ফেডারেল রিজার্ভ ব্যাংক এটার পার্টি হবে। পদক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদকের সোনা নিয়ে যে সমস্যা ছিল তা বহু আগেই সমাধান হয়েছে। এটা অনেক আগের ব্যাপার।

সংসদ নির্বাচনে ইভিএম রাখার পক্ষে ইসি

ঢাকা: আগামী একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যুক্ত করার পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন ভবনে নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন নিয়ে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি’র এই সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আলোচনা করে সংসদে পাস করলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে আগামী ৯ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের বিদায়ী অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনেই আরপিও সংশোধন বিষয় সম্বলিত বিধান পাস হতে পারে।

নূরুল হুদা বলেন, আরপিও সংশোধন নিয়ে সভা শেষ করেছি। আমরা সভায় আরপিও-১৯৭২ এর উপর কিছুটা সংশোধনীর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের সংশোধনীমূলক সিদ্ধান্তগুলো অল্প দিনের মধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় যদি আমাদের সিদ্ধান্তের সঙ্গে একমত থাকেন তাহলে সেটা সংসদে গিয়ে সব প্রক্রিয়া শেষ করে আমাদের কাছে আসবে।

তিনি বলেন, আমরা সংসদ নির্বাচনে ইভিএম প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। যেভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার হয়েছে, ঠিক তেমনি সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার ক্ষেত্র তৈরি করেছি। তবে আগামী নির্বাচনেই ইভিএম ব্যবহার হবে এমন সিদ্ধান্ত আমরা দিতে পারি না। আইন যেভাবে বলবে সেভাবেই হবে। যেহেতু সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের আইন নেই, তাই যদি ইভিএম ব্যবহারের প্রশ্ন আসে তথন তো আইনে না থাকায় ব্যবহার করতে পারবো না। তাই আইন সংশোধন করে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছি। এজন্য আমরা ইভিএম নিয়ে একটি প্রদর্শনমূলক ব্যবস্থা রাখব, যেখানে সব স্টেক হোল্ডারদের ডাকা হবে। তাদের দেখানো হবে ইভিএম ব্যবহারের সুবিধা এবং কিভাবে ইভিএম ব্যবহার করা হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহারে ভালো ফল পেয়েছি। সে কারণেই জাতীয় নির্বাচনে ব্যবহারের প্রেক্ষাপট তৈরির ব্যবস্থা নিয়েছি। আইনগতভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দ্বিমত প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, একজন কমিশনার দ্বিমত পোষণ করতেই পারেন। এখানে সম্পুর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য কমিশনারদের বলেছি, ইভিএম নিয়ে আলোচনা হবে আপনাদের মত আছে কি না। তারা বলেছেন না, এটা ভালো সিদ্ধান্ত, আমরা আলোচনা করতে চাই। তাই অন্যরা সম্মত ছিলেন বলেই সিদ্ধান্ত হয়েছে। অন্যরা দ্বিমত করলে হতো না।

বৈঠকে আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা সৃষ্টি হওয়ারও কোনো পরিবেশ দেখছেন না তিনি।