Showing posts with label Tips & Tricks. Show all posts
Showing posts with label Tips & Tricks. Show all posts

Friday, September 28, 2018

চেকের মামলা সংক্রান্ত আইন এবং এর মেয়াদ সংক্রান্ত কিছু তথ্য

চেকের মামলা সংক্রান্ত আইন- চেকের মামলা সংক্রান্ত কিছু সহজ বিষয় না জানার কারণে আমাদের অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়।কেননা চেকের বিষয়ে আইনে স্পষ্ট করে উল্লেখ থাকাতে এর বাইরে কিছু করার থাকেনা।
তাই সময় ও আইন মোতাবেক সঠিক সময়ে ব্যবস্থা না নিলে বেশীরভাগ সময় পাওনাদার এর টাকা পাওয়া হয়ে উঠেনা খুদ্র ভুলের কারণে।তাই চেকের মামালা সংক্রান্ত কিছু তথ্য জেনে রাখা আমাদের সকলের উচিত।

চেকের মেয়াদ এবং অন্যান্য তথ্যঃ
১) একটি চেকের মেয়াদ চেকের গায়ে চেক দাতার দেওয়া উল্লেখিত বা লিখিত তারিখ হতে ৬ মাস পর্যন্ত।তাই উক্ত সময় অতিক্রান্ত হওয়ার পর ব্যাংক গ্রহন না করার কারনে আদালতে Negotiable Instrument Act এর ১৩৮ ধারা অনুযায়ী আর টাকা দাবি করা যায় না।তাই ৬ মাস এর ভিতর চেক এর টাকা তোলার জন্য ব্যাংক এ উপস্থাপন করতে হয়।
২) উপরল্লিখিত নির্দিষ্ট সময়ের ভিতর উপস্থাপনে চেকদাতার একাউনট এ টাকা না থাকলে ডিসঅনার স্লিপ সংগ্রহ করে চেকের টাকা দাবি করে এক মাসের সময় দিয়ে আইনজীবীর মাধ্যমে Negotiable Instrument Act এর ১৩৮ ধারা মোতাবেক টাকা পরিশোধের দাবি জানিয়ে নোটিশ সরবরাহ করতে হয় এবং নোটিশটি ছাড়তে হয় ডিসঅনার হওয়ার ৩০ দিনের মধ্যে।
৩) নোটিশ প্রাপ্তির ৩০ দিন পর মামলার কারন উদ্ভব হয়।মামলার কারন উদ্ভব হওয়ার ১ মাসের মধ্যে একজন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিতভাবে অভিযোগ দায়ের করা যায়।আর নোটিশ গ্রহন না করলে নোটিশ ফেরত আসার তারিখ হতে এক মাসের মধ্যে অভিযোগ দায়ের করা যায়।
৪) চেকের প্রাপক বা দাবিদার এর পক্ষে তার নিজুক্তিও Attorney Holder মামলা করতে পারেন।
৫) অনেকের মনে প্রশ্ন থাকে ডিসঅনার কয়বার করাতে হয়।উত্তরটা হল একবার ডিসঅনার করালে ও মামলা করা যায়।
৬) নোটিশ সরবরাহ না করলে বা নোটিশ জারি না করে চেকের মামলা করা যায় না। নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে প্রাপ্তি স্বীকারোক্তি সহ জারি করাই উত্তম অথবা জাতীয় পত্রিকায় নোটিশ প্রচার করা যায়…
৭) স্থানীয় অধিক্ষেত্রঃ যে ব্যাংকে চেক উপস্থাপন করা হয় সেই ব্যাংক আদালতের যে স্থানীয় অধিক্ষেত্রে অবস্থিত সেই আদালতে মামলা দায়ের করতে হবে…
৮) যে কোন ধরনের ডিসঅ।নার এর কারনে মামলা দায়ের করা যায়।
৯) কোন কারনে আইনের নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রতারনার জন্য মামলা করা যায়…
১০)কখনও কোন চেক হারিয়ে গেলে সাথে সাথে নিকটস্থ থানায় জি, ডি দায়ের করে ব্যাংক এর মাধ্যমে চেক স্টপ করাতে হয়।
১১) হারান চেক উদ্ধারের জন্য মামলা করা যায়…
১২) কিছু না লিখে বা টাকার সংখ্যা না লিখে অর্থাৎ খালি চেক কখন কাওকে সরবরাহ করা উচিত নয়।
ওমরাহ ভিসা নিয়ে ভ্রমণ করা যাবে সৌদি আরবের সব শহর
এক মাসের জন্য ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশী নাগরিকদের জন্য দেশটির সকল শহর ভ্রমণ করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার এই ঘোষণা দেয়া হয়েছে বলে আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে, ওমরাহ ভিসা নিয়ে আসা বিদেশি নাগরিকদের জন্য মক্কা এবং মদীনা ছাড়া অন্য শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। নতুন এই ঘোষণায় ওমরাহ পালনকারীরা সৌদি আরবের অন্যান্য শহর ঘুরে দেখার সুযোগ পাবেন।
তবে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগের সহকারী সচিব আব্দুল আজিজ ওয়াজ্জান বলেন, ৩০ দিনের মধ্যে অন্তত ১৫ দিন ওমরাহ পালনকারীদের প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় অবস্থান করতে হবে।
তিনি আরও জানান, হজের পর নতুন ওমরাহ মৌসুম শুরু হয়েছে। গত সপ্তাহেই ওমরাহ পালনের জন্য ১০ হাজার লোক সৌদি পৌঁছেছেন। গত ৪ দিনে ভিসা দেয়া হয়েছে ৩০ হাজার।
দেশটির পর্যটন খাতে বৈচিত্র্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তেল পরবর্তী যুগে এই খাতকে প্রস্তুত করতে এ ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
কিশোররা কী চেয়েছিল আর বুড়োরা কী দিলেন
নিরাপদ সড়কের দাবিতে হাজার হাজার কিশোর-কিশোরী রাস্তায় নেমে এলো। বাংলাদেশে সে এক অভূতপূর্ব দৃশ্য। যেন বাগানের চারাগাছগুলো দলে দলে রাস্তায় নেমে আসছে।
কিন্তু কী চেয়েছিল তারা আর কী পেয়েছে? এই চাওয়া-পাওয়া ও না-পাওয়ার হিসাবের খেরোখাতার ভবিষ্যৎই বা কী? সম্প্রতি ঢাকার কিশোর বিদ্রোহ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন আবুল হাসান রুবেল
শিরোনামটাকে একেবারে আক্ষরিকভাবে নেওয়ার দরকার নেই। কেননা যারা প্রত্যক্ষভাবে হামলা চালিয়েছিল, তারাও বয়সে অনেকে তরুণই ছিল।
আবার জেগে ওঠা কিশোরদের পক্ষে দাঁড়িয়ে হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন অনেক বয়স্করাও। ফলে তারুণ্যকে শুধু বয়স দিয়ে নয়, চিন্তা দিয়েও বুঝতে হবে।
যে কিশোররা রাস্তায় নেমেছিল, তারা এখানকার জীর্ণ, পুরনো অভ্যস্ততাকে ভেঙে ফেলতে চেয়েছিল, ফলে আকাঙ্ক্ষায়ও তারা নবীন, তরুণ, জীবন্ত।
তাদের পক্ষে, তাদের ডাকে সাড়া দিয়ে যে বয়স্করা নেমেছেন, তাঁরাও নতুনের পক্ষে, জীবনের পক্ষেই দাঁড়িয়েছেন। আর আক্রমণকারী তরুণরা নেমেছেন পুরনো, নিপীড়ক ব্যবস্থাকে রক্ষায়, আর ক্ষমতায় অধিষ্ঠিত বয়স্কদের নির্দেশেই।
এই যে হাজারে হাজারে কিশোর স্কুলড্রেস পরে রাস্তায় নেমে এলো, সে এক অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশে। যেন বাগানের চারা গাছেরা দলে দলে রাস্তায় নেমে আসছে।
কী চেয়েছিল তারা? নিজে নিজে কল্পনা না করে বরং তাদের স্লোগান, কথা থেকেই আসুন জেনে নেওয়ার চেষ্টা করি, তারপর না হয় তার বিশ্লেষণ করার চেষ্টা করা যাবে।
এই আন্দোলনে সবচেয়ে বেশিবার উচ্চারিত দাবি ছিল—নিরাপদ সড়ক চাই, ন্যায়বিচার চাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’। কিন্তু এখানেই তাদের দাবি, প্রশ্ন, স্লোগান থেমে থাকেনি।
তারা এগুলোকে নানা ভাষায় প্রকাশ করেছে তো বটেই, অন্য নানা বিষয়ও তারা তুলে ধরেছে। তারা স্লোগান দিয়েছে—‘৪৭ বছরের রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’ ‘ঘুষখোর পুলিশ চাই না।’
‘জনপ্রতিধিদের অন্তত তিন দিন গণপরিবহনে যাতায়াত করতে হবে।’ ‘গণপরিবহনে যৌন নিপীড়ন প্রতিরোধ চাই।’ ‘যোগাযোগ মন্ত্রণালয়ের গাড়ির লাইসেন্সের ডেট ফেল কেন?’ ‘প্রধানমন্ত্রীর প্রটোকলে গাড়ি আটকান, আমরা গাড়ি আটকাই না।’ ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই।’
‘এত জিপিএ ৫ দিয়ে কী হবে, একদিন তো বাসের তলায়ই পড়তে হবে।’ ‘৯ টাকায় ১ জিবি ডাটা নয়, নিরাপদ সড়ক চাই।’ এমনকি তারা প্রশ্ন তুলেছে, ‘প্রধানমন্ত্রী, লাইসেন্স কই?’ আর তাদের এই আন্দোলনের প্রক্রিয়ায়ই রচিত হয়েছে এমন এক স্লোগান, যা হয়ে উঠেছে সময়ের মহত্তম কবিতা— ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ।’
আর তারা শুধু স্লোগান তুলেই ক্ষান্ত হয়নি, কাজটা করে দেখিয়ে দিতে চেয়েছে। ওরা রাস্তায় গাড়ির লাইসেন্স চেক করেছে, মন্ত্রীর গাড়ি রাস্তার উল্টো পথ থেকে ঘুরিয়ে সোজা পথে ফিরিয়ে দিয়েছে, পুলিশের গাড়ির লাইসেন্স চেক করেছে। সেলিব্রিটি, নিজের মা-বাবা—কেউই ছাড় পায়নি।
ঢাকার রাস্তায় সারি বাঁধা গাড়ি, ইমার্জেন্সি লেনের বাস্তবায়ন করে দেখিয়েছে। তারা নাগরিকদের মধ্যে ভেদাভেদবিহীনভাবে আইন প্রয়োগের দৃষ্টান্ত তৈরি করেছে। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—তাদের এই কার্যক্রম মানুষ কিভাবে গ্রহণ করেছে, সেটি।
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, মানুষ হাসিমুখে তাদের এই কর্তৃত্বকে স্বাগত জানিয়েছে। এমনকি সেনা সদস্যদেরও হাসিমুখে সেটি মেনে নিতে দেখা গেছে।
বহুজন খাবার, পানি নিয়ে এই কিশোরদের সহায়তায় এগিয়ে এসেছেন। অনেককেই দেখেছি গাড়ির লাইসেন্স ঠিক নেই, ডেট শেষ হয়ে গেছে ফিটনেস সার্টিফিকেটের বা এ রকম কোনো কারণে গাড়ি বেরই করেননি, পাছে বাচ্চাগুলোর কাছে লজ্জা পেতে হয়।
অথচ এই আন্দোলনের ওপর আক্রমণ করে, ভয় দেখিয়ে নির্মমভাবে তা বন্ধ করে দেওয়ার পর সরকার পুলিশ সপ্তাহ চালু করে, তাকে আরো এক সপ্তাহ বর্ধিতও করে। তাতে বহুজনকে জরিমানাও করা হয়, কিন্তু এর কোনো কিছুই তেমন কোনো ফল দেয়নি।
যার সরল অর্থ দাঁড়ায়—মানুষ আইন প্রয়োগকারী হিসেবে এই জাগ্রত কিশোরদের যেভাবে ভালোবাসা, সম্মান আর আস্থায় নিয়েছে, তা রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা সেই আস্থায় নেয়নি। এই নিষ্পাপ কিশোরদের কাছে লজ্জা পাওয়ার আছে, কিন্তু ঘুষখোর পুলিশকে লজ্জা পাওয়ার কোনো কারণ কি আছে?
আসলে যখন গোটা বাংলাদেশকেই ভয় দেখিয়ে, নানা সুবিধা দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে, তখন ভয়কে জয় করা এসব ভয়ভীতি আর সুবিধার বাইরে সমাজের সবচেয়ে নিষ্পাপ অংশই রুখে দাঁড়িয়েছে। জীবনের দাবি নিয়ে, প্রাণের দাবিতে রাস্তায় নেমে এসেছে। হাজারে হাজারে, কাতারে কাতারে।
বাংলাদেশের নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে তারা। আমি, তুমি, আমরা যখন রুখে দাঁড়াই—তখন আমরাই বাংলাদেশ। যারা ভয় দেখায়, যারা মেরে ফেলে, মানুষের মৃত্যুতে যারা দাঁত কেলিয়ে হাসে, এটাকে জায়েজ করতে নানা ভেক ধরে, তারা বাংলাদেশ নয়।
এই আন্দোলন আমাদের আশা জাগায়—বাংলাদেশে নতুন একটা ইতিহাস রচিত হতে চলেছে, আর তা এই কিশোরদের হাত ধরে।
ইতিহাস কখনো থামে না, ইতিহাস নিরন্তর বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। স্কুলড্রেস পরে রাস্তায় নেমে আসা এই কিশোররাই ইতিহাসের নতুন কাণ্ডারি। আসলে এগুলোর মাধ্যমে ওরা ওদের বাংলাদেশত্বকেই হাজির করছে।
ক্ষমতাসীনদের ক্ষমতার তলায় যেভাবে এ দেশের মানুষ তাদের নাগরিক অধিকার হারায়, তার অবসান দাবি করেছে কিশোররা। ওরা দাবি তুলেছে ন্যায়বিচারের—‘উই ওয়ান্ট জাস্টিস।’ আসলে দেশের নাগরিক, তার আসল মালিক হিসেবে তার দাবিকে, রাষ্ট্র পরিচালনায় তার অধিকার, তার কর্তাসত্তাকে সে ফেরত চাইছে।
তাদের কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা তার প্রকাশ করেছে। আর এই নাগরিক মর্যাদা, তার কর্তাসত্তা থেকে রাষ্ট্র তাকে বঞ্চিত করেছে, করে যাচ্ছে। এই অধিকার ফেরত চাওয়াকে তারা রীতিমতো একটা হুমকি হিসেবে বিবেচনা করে তাদের ওপর আক্রমণ চালিয়েছে।
রাষ্ট্র তার পক্ষপাত খোলাখুলি প্রকাশ করে ফেলেছে আক্রমণকারীদের শাস্তি না দিয়ে, বরং আক্রান্তদেরই গ্রেপ্তার করে। তাদের পক্ষে দাঁড়ানো মানুষদের নানাভাবে হেনস্তা করে।
আলোকচিত্রী শহীদুল আলমকে এখনো গ্রেপ্তার রাখা হয়েছে, ছাত্রনেতা মারুফকেও এখনো ছাড়া হয়নি। আর আন্দোলনের পরই শুরু হয়ে গেছে আন্দোলনকারীদের রাজনৈতিক সংযোগ খোঁজার।
যদিও সেটি পাওয়া যায়নি; কিন্তু গোটা ব্যাপারটার মধ্যেই এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে রাজনীতিসংশ্লিষ্টতা নিজে নিজেই একটা বিশাল অপরাধ।
জনগণ সরকারি দল ছাড়া অন্য কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অধিকার রাখে না। যেন বা রাষ্ট্র হবে রাজনীতিমুক্ত, জনগণের রাজনীতি করার কোনো অধিকার নেই। বিদ্রোহী কিশোরদের ওপর হেলমেট বাহিনী দিয়ে আক্রমণই হলো সঠিক ধারার রাজনীতি, এর বাইরে বাকি সবটা হলো অপরাধ।
এই আন্দোলনে আরেকটি বিশেষ বিষয় ছিল স্লোগানের অভিনবত্ব। এই কিশোররা যে আন্তর্জাতিক নানা সংগ্রাম, চিন্তার নতুন ধারণার সঙ্গে পরিচিত হয়েছেন বা হচ্ছেন—সেটিও এই আন্দোলনের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে। ঢাকার রাস্তায় সদ্যঃকৈশোর পেরোনো একজন অ্যানোনিমাস আন্দোলনকারীর দেখা মিলেছে এই আন্দোলনে।
‘তুই আমারে চেনছ’-এর জমিদারি কর্তৃত্বের বিরুদ্ধে অপরিচিত, সাধারণ হওয়ার অধিকার পাওয়ার এই দাবি বিদ্যমান ক্ষমতাকাঠামোকেই প্রশ্নের মধ্যে ফেলে দেয়।
স্বতঃস্ফূর্তভাবে নানামুখী সহজ অথচ অন্তর্ভেদী সব স্লোগান আবিষ্কার করেছে এই কিশোররা। যদিও মোট স্লোগানের তুলনায় তা সংখ্যায় নগণ্য, তবু দেখা যাবে, তারা সেখানে খিস্তিও ব্যবহার করেছে। সেটিকেই বড় করে তুলে এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেয়েছে সরকারি বুদ্ধিজীবীকুল।
অথচ প্রতিনিয়ত যে রাষ্ট্র তাকে বঞ্চিত করে যাচ্ছে, তাকে অবদমিত করে রাখছে, তাকে কাঠামোগত বা সরাসরি খুনের শিকার করছে, তার বিরুদ্ধে তার পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তারা স্লোগানে স্লোগানে। রাষ্ট্রের ভয় দেখানোর যন্ত্রটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেই তারা গালি ব্যবহার করছে।
যে লাঠির ভয় তাদের দেখানো হয়, তাকে উল্টো ‘ভরে’ দেওয়ার স্লোগান তারা দিয়েছে, যে পুলিশ দিয়ে তাদের মার খাওয়ানো হচ্ছে, তাদের তারা ‘চ্যাটের বাল’ আখ্যা দিচ্ছে। হুমকিকে থোড়াই পরোয়া করার বেপরোয়া সাহসের এই প্রকাশ এত সহজে আর কোনোভাবে করা যেত বলে মনে হয় না।
কিন্তু খেয়াল করে দেখলে দেখা যাবে, এর কোনোটাই অন্যের প্রতি ফ্যাসিস্ট আক্রমণের ভাষা নয়; বরং তার ওপর চলে আসা নির্যাতনের প্রতিবাদমাত্র।
‘একটা-দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’—এর মতো ফ্যাসিস্ট স্লোগান তারা দেয়নি। তারা শুধু রাষ্ট্রের ভয় দেখানোকেই প্রত্যাখ্যান করেনি, তথাকথিত উন্নয়নের চটককেও প্রত্যাখ্যান করেছে।
আবার এই ছাত্ররাই ধানমণ্ডিতে রাস্তার কাচ পরিষ্কার করেছে, যাতে পথচারীরা আহত না হয়। সায়েন্সল্যাবে তাদের বাধা দিতে আসা পুলিশদের সবাইকে ফুল দিয়ে বরণ করে সহনশীলতার প্রকাশ ঘটিয়ে তাদের হতবুদ্ধি করে দিয়েছে।
তারা ঢাকা শহরের পরিবহন নিয়ে যেসব প্রস্তাব দিয়েছে, সমাধান হাজির করেছে, তার আলোকে ঢাকার যানজট ও পরিবহন সমস্যারও সমাধান সম্ভব।
অর্থাৎ এই আন্দোলনের মেসেজটা পরিষ্কার। নিজের অবদমন, আর ভয়কে জয় করো, জীবনের পক্ষে, মানুষের পক্ষে, ভালোবাসা নিয়ে দাঁড়াও। ঢাকঢোল পেটানো উন্নয়নের চেয়ে জীবন গুরুত্বপূর্ণ।
রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের অধিকার হরণ চলবে না। আমি, আপনি, আমরাই বাংলাদেশ, আমরাই ঠিক করব এ দেশ কিভাবে চলবে। সে জন্য রাস্তায় নামতে হবে, সক্রিয় হতে হবে।
আর এই পথটা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথ, তার ঘোষণার অঙ্গীকার। এই পথ গোটা বাংলাদেশের সামনে স্পষ্ট করেছে এই কিশোররা, তারা এই পথের দিশারি।
বুড়োরা ভয় পায়, তাই ভয় দেখায় এবং সেই ভয় সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়। কিন্তু শত শত পুলিশের সামনে একজন বুক চিতিয়ে দাঁড়ানো কিশোর আমাদের সাহস জোগায়।
আর জনতার শক্তি একত্র হলে একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সড়কে যেমন সম্ভব, গোটা দেশেও সম্ভব—সেই আস্থা জোগায় সবার মনে। আজ তারা গাড়ির লাইসেন্স চেক করছে, আর গোটা বাংলাদেশকে আহ্বান জানাচ্ছে দেশ পরিচালনার লাইসেন্স চেক করার।
বড়রা তাতে ব্যর্থ হলে আজ না হোক কাল এই কিশোররাই তা করে দেখাবে। আজকের এই লড়াই তাদের ভেতর একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে নিঃসন্দেহেই। একটা আপাতপরাজয় নতুন বিজয়ের পথ তৈরি করবে। জেগে ওঠা কিশোর, তরুণদের অভিনন্দন। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ।

Friday, September 7, 2018

How to Hack DNS For Faster Internet Speed Upto 120%

To Boost your internet speed there are many ways like some of recommending third party tool to optimize your TCP/IP architecture and all but Hack DNS for faster internet speed is one of the best ways to boost your internet speed because usually, slow internet is not a fault of your internet service provider. it is the fault of your DNS which use more time to processing your request so use alternative DNS will definitely boost your internet speed. You can also use this OpenDNS and Google DNS on your android smartphone. it is also working fine on any android mobile smartphone you just need to add below-given DNS addresses to boost your internet speed up to 100mbps.

What is DNS(Domain Name Server)?

DNS is basically a system which can convert name into IP Addresses like internet and computers is work on numbers and IP Addresses so computer will only understand IP Address so It is not possible to understand by humans like there are too many IP Addresses so DNS is introduced so humans can easily remember their domain from specific name like Google.com and DNS can convert that name into the corresponding IP Address and show you the right webpage that assiciate with taht IP. The Working of DNS is really simple you just need to understand the simple concept that how DNS can convert domain names into IP Addresses.
On the Internet, There are many Ways to Getting Faster Internet Speed in Microsoft Windows. But Here am show you How DNS Hack can Increase your internet Speed. Sometimes people who experience slow Internet Browsing and Sometimes Lost Their Internet Connections too. It is Happens because of Bad DNS So in this Tricks, We can Switch your Default DNS to Google Public DNS that an improve your Internet Speed.

How can DNS Hack Boost your Internet Speed?

As I mention above that it is not a fault of your ISP instead of your Domain name server because many of time your ISP offer you a high-speed connection but your DNS response is very slow so it can’t handle your request so guys By using Alternatives or OpenDNS will give your the opportunity to use OpenDNS and experience like you hack internet speed which can help you to find high-speed DNS that can reply your request withing seconds and faster than your normal internet connection.
Additionally, OpenDNS provide you some great benefits like content filtering and it can protect your form phishing attacks and other types of hacking attacks. It can provide you high internet speed as well as extends your domain name server. Now that time OpenDNS is acquired by  Cisco company and not show any relevant ads when using Open DNS servers. Basically, this services is designed to use alternative DNS rather than using your ISP ‘s DNS. So I hope now you will understand why we recommend using OpenDNS instead of your Internet services provider’s DNS. how to increase internet speed by changing dns

Steps to Hack DNS For Faster Internet Speed:

In these steps, we will cover that how you can optimize and use OpenDNS for faster internet speed and then you can access the fastre internet. You just need to follow these steps carefully and add below IP Address to your DNS Settings and save those settings and then you will experience that your internet speed is boosted.
  1. Click Ok and Save all DNS Settings and Time to Access the Faster Internet.
Basically, In this tutorial, we use OpenDNS to use as an alternative DNS. Otherwise, there is also another option of Google DNS they will also provide an alternative DNS opportunity that you can use the domain name servers and get high-speed response from any web page. You can easily find Google DNS settings on the internet.

From Editor’s Desk:

Guys Above in “Hack DNS For Faster Internet Speed” You can see these are a very Easy way to Getting Faster Internet Speed by DNS Hacking. It can Alos Fix some of the Error Related to Web Browsers Like “DNS Probe Finished No Internet” and “This web page is not Available”. So, Guys, I Recommended to Use These Google DNS to Access High-Speed Internet.

Wednesday, September 5, 2018

5 Tips To Make Money on Craigslist


Craigslist is one of the most visited sites on the internet today, with millions upon, millions of visitors a day. With this many visitors daily, it is very easy to get a nice chunk of traffic with your postings. I have put some tips together for you guys, apply these, and you WILL make money! 
 
  Tip 1: DON'T POST DUPLICATE POSTS! Posting duplicate posts will do nothing for you but get your ads taken down. Yes, it is easy to just copy and paste, and make over 100 ads within minutes, but it won't do you any good.

  Tip 2: USE DIFFERENT IPS! Using different IPs is another way to avoid getting your ad flagged. One way Craigslist will know to flag your posts is by looking at the IP you are using. If they see multiple ads from the same IP, they will most likely flag your ad, thus your profits will suffer. (Wait, you won't have any.) One way you can change your IP is by using a proxy. If you want a list of them, check out proxy.org. They have thousands of them.

  Tip 3: DONT BE AN IDIOT! Being an idiot is the easiest way to not make money on Craigslist. Do not post something, blatantly spamming your URL. This is an example of what NOT to do: "HEY GUYS CHECK OUT MY SITE ITS THE BEST!!!! LOL11!!! http://myaffiliatelink.com LOL OK GO THER PLX" Doing this is also a good way to get banned from your CPA network as well, which also is not a good thing.

  Tip 4: CATCH THE CURIOSITY OF THE READER! This is one of the most important tips of all. By catching the curiosity of the reader you have a much higher chance of getting an email from them, or getting a click on your link. Also, make sure to keep your ad short - this will help catch their curiosity.

  Tip 5: DON'T GIVE UP, EVER! That's it, DON'T GIVE UP. Giving up is the easiest way to not make money online. To make money you must stick with it. I know it will be hard, but when you finally do get that first sale, or that first lead, it's the greatest feeling ever. If you can do it once, you can do it a million times.

10 Great Tips On How To Design A Card


1. There are many types of cards you can choose from . Design the ones that you need or that sound the most interesting to you. Try birthday, anniversary, cards for children, wedding, sympathy, holiday or get well.



2. To begin the design you will need good paper. Look for pre-folded cards or use cardstock and fold your own. Using a bone folder is helpful here because it makes a very nice clean fold. There are several sizes to choose from, make sure you have an envelope to fit or be prepared to make one. There are templates galore for this type of thing.



3. Next choose a sticker or rubber stamp for the image on the front of the card. If using stamps, try different color stamp pads until you get the design and color you like. You can layer the stickers or stamped image on other paper to create a more pleasing design. Try using a combination of plain and matching patterned paper for this step.



4. There are embellishments you can use instead of a stamp or sticker. These are often dimensional and add a lot to the design of your card.



5. Make certain you have appropriate glue. Carefully consider the adhesive you want to use. A glue gun works well for heavy items but will wrinkle most papers. Glue dots and strips are handy for many design gluing jobs. I really like the glue stick that says"heavy duty" on the label, it is good for almost any paper and dries smooth and clear.



6. Design the words next. Think about what you want the card to say. Do you want the greeting or message on the inside or on the front of the card? You can use rubber stamps for this, stickers or computer generated greetings. There are so many fonts available that every card can be unique.



7. Lay your design out on the card before you attach the different elements. Check to make sure it all fits and that you like the design. Glue everything down and making sure all pieces are secure.



8. Now look at the inside of your card. If you are going to put a message there think about layering it on other paper to match the design on the front of your card. Attach these pieces to the inside of the card.



9. Check out the whole card now. Are you happy with the design? Does it need anything extra like colored brads or buttons? Is there part of the design that would look nice colored in with marker, colored pencils, chalks or watercolors?



10. I believe a card is not finished until the fiber is added, both inside and out. Matching colors from the design, take two or three strands of coordinating ribbon, yarn, metallic thread or wire and tie into a knot. Trim the ends so it looks the way you want it. Attach with your glue gun and you are done with the card.The envelop please! To put a final touch on your design decorate the envelop to match the card. Use your markers, chalk, stickers and stamps to create an envelop that is as gorgeous as what’s inside!!

In very little time you can create a special and unique card and envelop using your own design.

Monday, October 16, 2017

How to Remove DRM Protection for Video Files


This is how to unprotect the Video files from Mcft latest technology DRM.
So here is the procedure:

1. Install fresh Windows XP SP1 (English)
2. Download and install WMP9 from Mcft
3. Make sure you are now able to play the .wmv files from the DVD. That requires running dvdrun.exe, individualizing WMP and finding the right proxy if you are not in US to get the license.
4. Get the DRM2WMV files from the below links
5. Download Japanese version of WMP9 from Mcft
6. Doubleclick the downloaded file, it will unpack all installation files to temp directory in your Documents and Settings directory. Get the drmv2clt.dll file and copy it to c:\Program Files\Windows Media Player directory. Cancel the Japanese WMP9 installation.
7. Edit lines 9-12 of the drmdbg.ini downloaded from step 4 as written bellow

drmv2clt=1;
drmclien=0;
blackbox=0;
indivbox=0;

8. Doubleclick drmdbg.exe. It should open WMP. Navigate to your wmv file. After acquiring the license the drmdbg DOS window should display something like this:

drmdbg Ver 0.31 by taku
CreateProcess: c:\Program Files\Windows Media Player\wmplayer.exe
010010C5 âvââOâëâÇ âGâôâgâÕü[ â|âCâôâg
IsDebuggerPresent: memwriteret=1 callret=0
crc: 2850B98C c:\Program Files\windows media player\drmv2clt.dll
setbp 09252BCC 50
eax 00D6E1C8

<DRM2WMV2>
<KID></KID>
<SID>LCqa6j9UTtiPj3FZKZ0pFnIYzaM=</SID>
<INFO></INFO>
[]
</DRM2WMV2>

Copy the last 6 lines and paste them to T2_Part1.key text file to the drm2wmv1241\drm2 directory.

9. Copy the wmv files from the DVD to the drm2wmv1241 directory.
10. Change your date to 12/Feb/2005
11. Open DOS window, go to drm2wmv1241 directory. Type
md c:\windows\#dummy
X.wmv (where X indicates your file name)

The file should be decrypted. Here is what I see:

J:\drm2wmv1241>md c:\windows\#dummy

J:\drm2wmv1241>drm2wmv X.wmv (where X indicates your file name)

DRM(Ver1&2) Conversion tool Ver 1.241 by taku

J:\drm2wmv1241>drm2wmv X.wmv (where X indicates your file name)
DRM(Ver1&2) Conversion tool Ver 1.241 by taku
DRMv1 KID (17fG9KorUkm83BmyUnPv3w==)
DRMv2 KID (17fG9KorUkm83BmyUnPv3w==)
ÅSâpâPâbâgÉö: 110189ü@1âpâPâbâgâTâCâY: 9418
|################# | 34%


You can download the file from here
Code:
http://www.savefile.com/files/7205691

How To Make Your Own Radiostation


::Must HAVE Winamp (Any Version)::
First, things First your speed has to be at least 256/64 kbps (which means Dial-up users, will have alot of latency, just dnt bother)
Second, your going to have to have a domain, an updated one with the current i.p active. (Could be anything e.g. My sig)

Now, Your gonna have to download the Shoutcast Files.

Go to www.shoutcast.com to get the files.

Ok After downloading these, installing Both of them in any order i dnt care. Go to START>PROGRAM FILES>SHOUTcast DNAS>EDIT SHOUTCAST DNS CONFIG.

Ok your gonna have to Configure it:
Go Down and where it says password: change (that means your gonna have to change it to whatever, make sure u remember)
The Portbase: change it to whatever port you want it
Maxusers: (lets be realistic here, dnt put in 10000, like NXS's radio station) your bandwidth has to be extremely good, if your cable, 50 user max is ok, ADSL should stay below 10 users, and T1 connections should do whatever tickles there fantasy.

EDIT>SAVE.

Open winamp, RIGHT CLICK>OPTIONS>PREFRENCES>DSP EFFECT> and choose the NULLSOFT SHOUTCAST.

Go to OUTPUT, and then click on Connection, Through the ADDRESS, type your address which you have done through www.no-ip.com, PORT NUMBER, whatever u did in the EDIT.txt, and your password.

Then go to Encoder, and choose your quality of your music. Go back to OUTPU>OUTPUT CONFIG> YELLOW PAGES. this is your advertisemant information. dow hatever you like there.

Now Connect. to check that your Radio os on-line go to http://(your address that you added in the prefrence)

How to: Install and run Windows CE on your USB Stick


Portable Windows CE is a 'launcher' for the Windows CE device emulator that can run an emulator-based image from a USB keychain.

Download the Windows CE 5.0 Device Emulator.
Code:
http://www.Mcft.com/downloads/details.aspx?FamilyID=A120E012-CA31-4BE9-A3BF-B9BF4F64CE72&displaylang=en

Change "Mcft" in link to what it is supposed to be icon_wink.gif

Extract the emulator to a folder on your hard drive by running "setup /a". The installer will prompt you to specify a directory to extract to . For example: D:\PortableCE

Download this launcher script:
Code:
http://www.furrygoat.com/Software/launchce.cmd.txt


Copy the following launcher script to the directory you extracted the setup to. You'll need to rename the file from launchce.cmd.txt to launchce.cmd
Once you have that set up, just copy the entire D:\PortableCE folder over to your USB keychain.

To launch the emulator, just plug in your USB keychain, navigate to the PortableCE folder, and run launchce.cmd. You should (hopefully) have the emulator fire up.

Sunday, October 15, 2017

How To Download Directly From Crackdb.com


Some of you may not know this, others may already knew it, however, because
of Sod rules which do no not allow indirect crack links, and because CrackDB
is a very good resource for cracks, i will show how to post links that lead
to a direct download from CrackDB.

The CrackDB server sends the archive of a crack as an attachment to the respond
for an HTTP request made by your browser, this means you (and your browser)
will never know the real location of the file, because of this you can't post a direct
link to the crack in your topic.

Using the Referer variable we can overcome this problem, but what referer to
use? if you used the domain name http://www.crackdb.com/
you will get nothing but a useless image file.

The correct refere is shown on your browser address bar. For example, if you
want the crack for IsoBuster Pro v1.6 you just type the name in the search box
and press Enter, the next page displays a list of items that match or nearly
match your search keywords, click on IsoBuster Pro v1.6 from the list and
you are now in the download page, the hyperlink named "Download" is the
link that initiates the request to the server to download the file, which looks
like this:

http://www.crackdb.com/x.php?id=12356


The referer is now displayed on your browser address bar, which looks like this:

http://www.crackdb.com/get.php?id=12356


Now, you use both links to refer to a direct crack download from CrackDB, like this
Fix:

http://www.crackdb.com/x.php?id=12356
Use this referer:
http://www.crackdb.com/get.php?id=12356


Any member now can copy & paste the links into his/her download manager and
start downloading immediatley.

I hope you find something usefull here. Thanx for reading this.

How to Add an Option to Print the Contents of a Folder


Would you like to be able to right click any folder in Explorer and print its contents? You can add this option to the context menu by following these steps:

First, you need to create a batch file called Printdir.bat. Open Notepad or another text editor and type (or cut and paste) this text:

@echo off
dir %1 /-p /o:gn > "%temp%\Listing"
start /w notepad /p "%temp%\Listing"
del "%temp%\Listing"
exit

Now, in the Save As dialog box, type "%windir%\Printdir.bat" (without the quotation marks) and click the Save button.
Click Start, Control Panel, Folder Options.
Click the File Types tab, and then click File Folder.
Click the Advanced button.
Click the New button.

In the Action box, type "Print Directory Listing" (without the quotation marks).

In the Application used to perform action box, type "Printdir.bat" (without the quotation marks).

Click OK in all three dialog boxes to close the dialog boxes.

You're not quite finished yet! Now you need to edit the Registry, so open your favorite Registry Editor.

Navigate to HKEY CLASSES ROOT\Directory\shell.

Right click on "default" and select Modify.
In the File Data box, type "none" (without the quotation marks).

Click OK and close the Registry Editor.

Now when you right click a folder, you'll see the option to Print Directory Listing. Selecting it will print the contents of the folder.

Who needs a stinking program to print a folder directory?

How To Backup Ps2 Games



Okay, these are some methods to backup PS2 titles and Xbox titles, in order to play a backup you need a modchip of some sort, I have also included a tutorial on boot methods. Follow any one of these instructions to fit your needs. You can tell what format the PS2 title is by looking at the written side of the disc, DVD's are Silver and CD's are Purple. The DVD backup methods here consist of reading the image to the hard drive then burning it to the media for an easier backup, this depends on your hardware and it?s setup. I say that because the proper setup would be to have the Reader and Writer on separate IDE cables. This allows no cross information when doing Disc to Disc/On the fly copying. But, since most people would not know how to check or fix this, I suggest reading the image to your Hard Drive and then burning from there. *A little useful trick*, If the DVD backup "image" is small enough in size you can fit it onto a CD-R (80 minute or larger if need be) instead of using a more expensive DVD-R. I have done this succesfully using Prassi and the first tutorial for it below. In addition a DVD Movie backup will play on a PS2/Xbox without a chip. As I get more info I will update.


PS1/PS2 CD backup tutorials


Using CloneCD (v4.x.xx) for PS1/PS2

1. Start CloneCD
2. Select "Copy CD"
3. Select your Reader, press Next
4. Select "Game CD", press Next
5. Select/Deselect your options here (on the fly, cue or delete) then press Next
6. Select your Writer, press Next
7. Select your burn speed and "Game CD"
8. Press "OK" to begin


Using Alcohol 120% for PS1/PS2

1. Start Alcohol 120%
2. Select ?Copy Wizard?
3. Select your Reader & Read Speed
4. Select or Deselect ?Copy current disc on the fly?
5. For Datatype select which console PS1 or PS2, press Next
6. Select your Image location and Name for it, press Next
7. Select you Writer, Write Speed and anything else you feel you might need
8. Make sure the Datatype selected is the same you chose above
9. Press Start to begin


PS2 DVD backup tutorials


Using Prassi

1. Start Primo
2. Select "go to full application"
3. Right Click the drive that has your original in it
4. Select "build global image" and choose a path for the image (preferably on an NTFS opsys)
5. After the image is extracted go to next step
6. Choose the 3rd disc icon from the left *or* click file, new job, Global/Other Image
7. Then just burn the .gi (global image) of the game


This next way has one less step which saves some time because once you press record it does everything by itself (if you have a DVD reader and DVD Writer)

1. Start Primo
2. Use the "PrimoDVD Starter" (it's easier, and less confusing)
3. Choose "disc copy"
4. Select your Reader and Also your Writer
5. Select "make a temp image on HD..."
6. Select your burn speed and then record to begin


Using Nero

1. Start Nero, Use the Wizard (for easy use)
2. Select "DVD" then select Next
3. Select "Copy a DVD" then select Next
4. Select your source drive
5. Check OFF "copy on the fly" then select next
6. Select your write speed
7. Select either "Test", "Test and Burn" or "Burn"
8. Press "Burn" to begin

This next way is without the Wizard

1. Start Nero, and select "File" then "New..."
2. On upper left side of the window from the drop down menu select "DVD"
3. Select "DVD Copy" Icon
4. Select "Copy options" tab
5. Check OFF "copy on the fly"
6. Select source drive and read speed
7. If needed Select "Image" tab to choose image directory and select/deselect "delete image..."
8. Select "Burn" tab and choose your settings
9. Press "Copy" to begin


Using Alcohol 120%

1. Start Alcohol 120%
2. Select ?Copy Wizard?
3. Select your Reader
4. For ?Separate Image file every:? choose ?Never Separate?
5. Select or Deselect ?Copy current disc on the fly?, press Next
6. Select your Image location and Name for it, press Next
7. Select you Writer, Write Speed and anything else you feel you might need
8. Select or Deselect ?Delete image file after recording?
9. Press Start to begin


XBOX backup tutorials


Xbox original games are burned from the outside in. The only way to backup a title is to have a modchip like X-exuter (best), Enigma, or Xodus/Matrix. You also have to flash the bios and have a CD program inserted or installed into the X-Box named EVO-X (this allows you to assign the X-Box an IP address). The game has to be stored on the X-Box's HD, this allows you to file transfer the title to your PC using an ftp program like FlaxhFXP (best) or similar. From there you use a burning application to make the backup. Some applications allows you to "drag & drop" right from the Xbox or you can build an ISO of the image then burn to CD-R/W or DVD-R/W backup. (I will update this to show steps as soon as I have a minute)


Modded PS2 with or without Action Replay/GameShark CD & DVD backup booting methods

PS2 with NeoKey/Sbox & AR/GS, PS1 CD backup booting

1. Turn on PS2 and NeoKey/Sbox
2. Press Eject
3. Insert PS1 CD backup
4. Press reset
5. PS2 tray will close
6. PS1 CD backup will now boot


PS2 with NeoKey/Sbox & AR/GS, PS2 CD backup booting

1. Have AR/GS dongle in a memory card slot
2. Power on your PS2
3. Insert AR/GS disc
4. At the AR/GS menu, select Start Game, With/Without codes
5. Eject and swap to your PS2 CD backup and press X.
6. Screen will change and game will now boot

* Note - Neokey will not play DVD-R!
* Note - Old versions of AR2/GS2 you might need to press R1+O instead of X to boot games


PS2 with Neo 2.2, PS1 CD backup booting

1. Turn on PS2
2. Press Eject
3. Insert PS1 CD backup
4. Press reset
5. PS2 tray will close
6. PS1 CD backup will now boot


PS2 with Neo 2.2 & AR/GS, PS2 CD backup booting

1. Have AR/GS dongle in a memory card slot
2. Power on your PS2
3. Insert AR/GS disc
4. At the AR/GS menu, select Start Game, With/Without codes
5. Eject and swap to your PS2 CD backup and press X.
6. Screen will change and game will now boot


PS2 with Neo 2.2 & AR/GS, PS2 DVD backup booting

1. Have AR/GS dongle in a memory card slot
2. Power on your PS2
3. Insert AR/GS disc, close tray
4. Power off your PS2, wait a few seconds
5. Press and Hold Reset button to load AR/GS
6. At the AR2/GS2 menu, press EJECT while still holding Reset
7. Swap AR/GS disc for an Original-TOC-DVD* and wait 10 seconds
8. Select "AR/GS Codes"
9. Highlight "Add new code" and press X to get to the next screen
10. Press X three times. You will see "Updating code list please wait" each time)
11. Press "Start" on controller
12. Select "Without codes", press X
13. Then Press X again, and immediately release the Reset button, you will see "Updating code list please wait"
14. The PS2 tray will eject allowing you to swap Original-TOC-DVD* for DVD backup and then close on it?s own
15. Screen will change and game will now boot

* Note - "Original-TOC-DVD" is an original DVD that is a larger file size than the backup
* Note ? For a shortcut make a few ?Add new codes? and after step 8 just highlight one of them and press square to delete it, then proceed on with step 11

PS2 with Messiah

1. PSX Backups will boot directly.
2. PS2 CD-R Backups will boot directly.
3. PS2 Unpatched EA backups will boot directly.
4. PS2 DVD-R Backups will boot directly.


PS2 with Magic 2, 3 or 3.5

1. PSX Backups will boot directly.
2. PS2 CD-R Backups will boot directly.
3. PS2 Unpatched EA backups will boot directly.
4. PS2 DVD-R Backups will boot directly.


Ps2 with Apple Mod

1. PSX Backups will boot directly.
2. PS2 CD-R Backups will boot directly.
3. PS2 Unpatched EA backups will boot directly.
4. PS2 DVD-R Backups will boot directly.[CODE] 

Saturday, December 31, 2016

গুগল ক্রোম ব্রাউজারের ১৯ টি লুকায়িত ফিচার | পাওয়ার ইউজাদের জন্য



১। অনেক গুলো ট্যাবকে একসাথে টেনে নতুন উইন্ডো খুলুন
আমারা সকলেই জানি যে কোন ট্যাব কে ড্রাগ করে ড্রপ করলে তা নতুন উইন্ডো নিয়ে ওপেন হয়। কিন্তু আপনি জানেন কি, যে এক সাথে অনেক গুলো ট্যাব ড্রাগ এবং ড্রপ করে একাধিক ট্যাব সম্পূর্ণ একটি উইন্ডো খোলা যায়? আপনার কীবোর্ড থেকে Ctrl কী চেপে যে ট্যাব গুলো দিয়ে নতুন উইন্ডো খুলতে চান, তার উপর ক্লিক করুন এই বার ড্রাগ করে যেকোনো কোথাও ড্রপ করে দিন।  দেখবেন আপনার ক্লিক করা সব কয়টা ট্যাব দিয়ে নতুন একটা উইন্ডো খুলে গেছে। আরো পরিষ্কার ভাবে বুঝতে নিচের ছবি গুলো দেখুন।

২। আপনার গুগল ক্রোম একটি ক্যালকুলেটর
হাঁ বন্ধুরা, আপনার ক্রোম সাধারন অংক গুলো নিজেই করতে পারে। তাও আবার সরাসরি গুগল ডট কমে এ প্রবেশ করে না করে। আপনার ক্রোমের অমনিবক্সে গিয়ে যেকোনো সাধারন অংক টাইপ করুন (এন্টার চাপার প্রয়োজন নেই) দেখবেন স্বয়ংক্রিয়ভাবে ক্রোম আপনার অঙ্কটি কষে দেবে। তবে এই ফিচারটি উপভোগ করতে আপনার ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল নির্বাচিত থাকতে হবে। ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন নির্বাচন করে রাখলে কিন্তু ফিচারটি উপভোগ করতে পারবেন না। আরেকটি কথা এই ফিচারটি কিন্তু ইনকগনিটো উইন্ডো বা প্রাইভেট ব্রাউজিং করার সময় কাজ করবে না।

৩। আপনার ক্রোম অমনিবক্স একটি ইউনিট কনভার্টার
আপনার ক্রোম অমনিবক্স ক্যালকুলেটর হওয়ার পাশাপাশি একটি ভালমানের ইউনিট কনভার্টার ও বটে। যে ইউনিটটি আপনি কনভার্ট করতে চান সেটি অমনিবক্সে গিয়ে লিখুন আমার মতো করে, ব্যাস আপনার ইউনিটটি কনভার্ট হয়ে যাবে। এখানেও একই রুলস, ফিচারটি উপভোগ করতে আপনার ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল নির্বাচিত থাকতে হবে। ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন নির্বাচন করে রাখলে কিন্তু ফিচারটি উপভোগ করতে পারবেন না। আর অবশ্যই এই ফিচারটি ইনকগনিটো উইন্ডো বা প্রাইভেট ব্রাউজিং করার সময় কাজ করবে না।

৪। আপনার ক্রোম একটি সাধারন ইমেজ ব্রাউজার
গুগল ক্রোম দিয়ে আপনি Jpg, Png, Gif ইত্যাদি ফটো Browse করতে পারবেন। আপনার ফাইল এক্সপ্লোরার থেকে যেকোনো ইমেজ ড্রাগ করে ক্রোমে ড্রপ করুন। ব্যাস, খুব সহজ।

৫। ড্রপ করে সার্চ করুন
যেকোনো ওয়েব পেজ থেকে কোন টেক্সট হাইলাইট করে সেটি ড্রাগ করে অমনিবক্সে ড্রপ করে দিলেই সেটি দ্বারা সার্চ হয়ে যাবে আপনার সেট করা সার্চ ইঞ্জিনে। এটা টেক্সট কপি করে পেস্ট করে সার্চ করার মতোই। কিন্তু ড্রাগ ও ড্রপ করে ২এক্স বেশি তাড়াতাড়ি সার্চ করতে পারবেন।

৬। ইউআরএল ড্রপ করে সাইট ভিসিট করুন
এটি অনেক সুন্দর এক ফিচার। আপনার যে লিঙ্কটি ওপেন করতে চান, সেই লিঙ্কটি ড্রাগ করে অমনিবক্সে এ ড্রপ করলেই হবে। আপনি চাইলে লিঙ্কটি এডিট করতে পারবেন। কোন লিঙ্ককে যদি নিউ ট্যাব নিয়ে খুলতে চান তাহলে লিঙ্কটি ড্রাগ করে নিউ ট্যাব আইকন এর পাশে ড্রপ করে দিলেই আপনার লিঙ্ক নিউ ট্যাব নিয়ে খুলবে।

৭। কীবোর্ড কম্যান্ড ব্যবহার করে এক ট্যাব থেকে আরেক ট্যাব সুইচ করুন
এটি আমার অনেক পছন্দের একটি ফিচার। আপনি যদি দ্রুত কাজ করতে পছন্দ করেন তবে, আপনারও এই ফিচারটি ভালো লাগার কথা। আপনার কীবোর্ডে Ctrl কী চেপে ধরে ক্রমান্বয়ে ১,২,৩,৪,৫,৬ চাপতে থাকুন দেখবেন ক্রমিক ভাবে আপনার ট্যাব গুলো সুইচ হচ্ছে। মজার ব্যাপার না?

৮। কীবোর্ড কম্যান্ড ব্যবহার করে ওয়েব পেজ ন্যাভিগেট করুন
আপনি শুধু স্পেস কী ব্যবহার করে যেকোনো ওয়েবপেজকে উপরে বা নিচে ন্যাভিগেট করতে পারেন। স্পেস কী চাপলে পেজ নিচের দিকে এবং স্পেস+শিফট কী চাপলে পেজ উপরে ন্যাভিগেট হবে।

৯। পছন্দের ওয়েবসাইট গুলো স্টার্টে যোগ করুন
আপনি যদি আমার মতো হোন, যে পিসিতে ইন্টারনেট যোগ করার পর একই সাইট গুলোতে বারবার ভিসিট করতে হয় তাহলে একই ঠিকানা বারবার কেন টাইপ করবেন? ক্রোমকে কাজটা নিজেই করতে দিন না। গুগল ক্রোম অমনিবক্সে গিয়ে লিখুন “chrome://settings/startup” তার পর ENTER চাপলেই নিচের মত পপআপ দেখতে পারবেন। তারপর ক্রোম ওপেন করেই যে ওয়েবসাইট গুলোতে আপনাকে যেতে হয় তা টাইপ কে অ্যাড করে দিন! ব্যাস, এইবার যখন আপনি আপনার ক্রোম ওপেন করবেন আপনার ক্রোম আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আপনার পছন্দের ওয়েবসাইট গুলোতে নিয়ে যাবে।

১০। ডাউনলোড করা ফাইল গুলো ডেস্কটপে সেভ করুন
আগেই বলে রাখছি যে এই টিপসটা সবার কাজের না। কিন্তু আপনি যদি আমার মতো হয়ে থাকেন তবে এটি আপনার কাজে লাগবে। আমি আমার ডাউনলোড করা ফাইল গুলো খুব সহজেই অ্যাক্সেস করতে চাই। আর দ্রুত অ্যাক্সেস করার জন্য আমি ডেক্সটপকেই সর্বউত্তম মনে করি। গুগল ক্রোম অমনিবক্সে গিয়ে টাইপ করুন “chrome://settings” তারপর ENTER চাপুন। এইবার নিচে স্ক্রল করে Advanced Settings Link এ ক্লিক করুন। এইবার ডাউনলোড লোকেশান থেকে ডেক্সটপ কে দেখিয়ে দিন। ব্যাস, আপনার কাজ আরো একধাপ ফাস্ট হয়ে গেলো।

শিখে রাখুন ব্যাটারী ভালো নাকি খারাপ , পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায় …




শিখে রাখুন ব্যাটারী ভালো নাকি খারাপ , পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায় …

                       

Friday, November 25, 2016

$100 a day with Adsense (Make Money Guide), FB, Mobile, SEO Ready, HOT NICHE

(HQ)WATCH NEW MOVIES FREE! GET PREMIUM ACCESS

WATCH ALL THE LATEST MOVIES FOR FREE! GET PREMIUM ACCESS TO WATCH THE NEW MOVIES IN HD* FOR LIFETIME! HURRY AND GRAB THE OPPORTUNITY!
***Features:
Responsive
High Quality
Targets Users Across all devices
Amazing Unsaturated Niche
High conversion rate
Believable and well designed landing page.
Fully optimized for mobile users and for Facebook.
Untapped niche (lot of potential)
target in the usa for banking hard!
Just drive traffic to your affiliate link and watch your CPALead balance grow!

The niche is full SEO and Social optimized and ready to share in social media networks with top meta tags, keywords, description, open graph tags...

The design is desktop and mobile responsive.

Good luck and happy earning!! Bank Hard Now!

CLICK HERE TO VISIT THIS

POPULAR! HIGH QUALITY! DOCTOR STRANGE FULL MOVIE - SEO, SOCIAL, MOBILE OPTIMIZED

Best Healthy Eating Cookbook - (Fast And Easy Converting) - FB, SEO & Mobile


Thursday, November 17, 2016

জমজমের পানিতে আল্লারহ কি রহমত । অবাক হয়ে যাবেন। ভিডিও টি দেখুন ।

জমজমের পানিতে আল্লারহ কি রহমত । অবাক হয়ে যাবেন। ভিডিও টি দেখুন ।

আসছে শীত, তাই এখুনি শিখে রাখুন কিভাবে ফেলনা প্লাষ্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলবেন ওয়াটার হিটার …

আসছে শীত, তাই এখুনি শিখে রাখুন কিভাবে ফেলনা প্লাষ্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলবেন ওয়াটার হিটার …

Top 20 Keywords Research Tools Megapack 2016

1. Keyword Advantage 1.0.16
2. Keyword Buddy
3. Keyword Chief 2.4
4. Keyword Elite 2.0.18
5. Keyword Fighter 4.0
6. Keyword Mass 1.07
7. Keyword Ninja
8. Keyword Organizer 3.29
9. Keyword Researcher 9.07
10. Keyword Scout 1.0.23
11. Keyword Snatcher 1.21
12. Keyword Winner 3.0
13. Keyword XP 3.0
14. Keyword Xtreme 4.3.9.2
15. keyword.researcher.9.06-patch
16. KeywordResearcher_0
17. Keywords Demon
18. Keywords Jeet
19. Stealth Keyword Analyzer 2.3.8
20. Stealth Keyword Digger 1.3

THIS SOFTWARE IS AVAILABLE HEREIF YOU NEED THISJUST CALL US: +8801827213452,01674493387Email: infofandf0@gmail.com

Friday, November 11, 2016

Android ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিকভার করবেন?

পদ্বতি ১- এই পদ্ধতিতে আপনি আপনার গুগল একাউন্ট দিতে Pattern Lock রিকভার করতে পারবেন। এজন্য আপনার ডিভাইস এ মাস্ট এবং মাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই পধতিতে রিকভার করার জন্যে ৫ বার ভুল প্যাটার্ন দিন তারপর একটি অপশন আসবে এরকম– Forgot Pattern? আসলে এটার ভিতর যান এবং আপনার জিমেইল একাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর আপনাকে নতুন প্যাটার্ন দিতে বলবে এবং দিয়ে ফেলুন। এটি খুব সহজ মেথড এবং খুব দ্রুত আপনি প্যাটার্ন লক আনলক/রিকভার করতে পারবেন তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

পদ্বতি ২- আপনার ডিভাইস এ যদি ইন্টারনেট কানেকশন না থাকে তবে কি করবেন?? তখন করার কিছু নেই আপনার ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে এই পদ্ধতিতে। তবে ডিভাইস এর ভিতর থেকে আমরা রিসেট করতে পারি অনেকেই কিন্তু রিকভারি মুড থেকে অনেকেই পারি না এমনকি জানি ও না কিভাবে করতে হয়। তবে বলে রাখি রিসেট করার পর আপনার ডিভাইস এর সকল অ্যাপ/ডাটা মুছে যাবে এবং ডিভাইস নতুন ভাবে রিসেট হয়ে আসবে যেমনটি মার্কেট থেকে কিনেছিলেন। সুতরাং করতে চাইলে নিচের পদ্ধতি দেখুন…

এজন্য প্রথমেই আপনার ডিভাইসটি বন্ধ করুন। কিভাবে বন্ধ অথবা সুইচ অফ করতে হয় তা নিশ্চয় বলে দিতে হবে না। এখন Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।তবে ভিবিন্য কোম্পানির ডিভাইস এ এই পদ্ধতি ভিবিন্য রকম হয়ে থাকে তাই এটা কাজ না করলে নিচের যেকোনো একটা কাজ করবে…

১. Volume Down + Volume Up + Power button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button

উপরের যেকোনো একটা কম্বিনেশন কাজ করবেই মাস্ট আপনার ডিভাইস এ । তারপর আপনি রিকভারি মুড এ প্রবেশ করবেন এই পদ্ধতিতে। প্রবেশ করার পর Wipe Data / Factory Reset নামক একটা অপশন দেখতে পারবেন এবং অপশন টি সিলেক্ট করার জন্যে ডিভাইস এর ভলিউম বাটন ইউজ করুন উপর নিচে নামতে এবং পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট অথবা ওকে চাপতে পারবেন। এই অপশন টি সিলেক্ট করার পর আপনার কাছে কনফারমেশন পারমিশন চাওয়া হবে এবং ইয়েস দিয়ে দিন তাহলে আপনার ডিভাইস টি ফ্যাক্টরি রিসেট হবে এবং নতুন করে ডিভাইস চালু হবে এতে করে আপনার দেয়া পূর্বের সকল পাসওয়ার্ড মুছে যাবে এমনকি সব ডাটা ও ।

মেথড ৩- স্ক্রিন লক বাইপাস নামক একটি মেথড আছে যা Android 2.3.x অথবা তার নিম্ন ভার্সন এ কাজ করে এবং তার সাহায্যে পিসি থেকে মাত্র কয়েক ক্লিক এ আপনি প্যাটার্ন লক আউট করে দিতে পারবেন। যদিও এখন সবাই এর চেয়ে বেশি ভার্সন এর ডিভাইস ইউজ করেন তবুও কেউ যদি থেকে থাকেন তার জন্যে এই পদ্ধতি দিলাম। এতে করে আপনার ডিভাইস রুট করা থাকতে হবে না। এজন্য যা করতে হবে…

● gingerbread_lock_bypass_droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং প্যাটার্ন লক টি বাইপাস হয়ে যাবে।

মেথড ৪– এবার কথা হল আপনার ডিভাইস নতুন ভার্সন এর সুতরাং মেথড ৩ কাজ করবে না। সুতরাং আপনি কিভাবে কি করবেন ? তাই আপনার জন্যে মেথড ৪ দিচ্ছি। এই পদ্ধতিতে আপনার ডিভাইস এর যেকোনো পাসওয়ার্ড অথবা পিন/প্যাটার্ন লক আউট কিংবা বাইপাস করতে পারবেন তবে ডিভাইসটি মাস্ট রুট করা থাকতে হবে। ধরে নিলাম রুট করা আছে তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…

● Reset Password Tool by Droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং ডিভাইস এ থাকা সকল প্রকার পাসওয়ার্ড পিন কিংবা প্যাটার্ন লক বাইপাস হয়ে যাবে।

মেথড ৫- ধরে নিলাম মেথড ৪ পর্যন্ত কোনটাই কাজ করলো না। তাহলে আপনার জন্যে মেথড ৫ এবং এটা ৫ নাম্বার এ দিলাম কারন একটু কঠিন এবং রিস্কি। তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…

● প্রথমেই Aroma File Manager ডাউনলোড করে নিন পিসিতে। ডাউনলোড লিংকঃ↓
Download Now
● এবার পিসি থেকে ফাইলটি আপনার এসডি অথবা মেমরি কার্ড এর রুট ফোল্ডার এ কপি করুন অথবা রাখুন।
● এবার রিকভারি মুড এ প্রবেশ করুন। কিভাবে করতে হবে তা মেথড ১ এ দেখিয়েছি।
● ধরে নিলাম রিকভারি মুড এ প্রবেশ করেছেন। এবার Aroma File Manager ফ্ল্যাশ করুন। কিভাবে ফ্ল্যাশ করবেন? রিকভারি মুড এ দেখুন ফ্ল্যাশ ফ্রম এসডি কার্ড নামক অপশন আছে তাতে প্রবেশ করুন তারপর আপনার এসডি কার্ড থেকে কপি করা ফাইলটি সিলেক্ট করেন দিন এবং কনফার্ম করুন।
● এবার মিনু অপশন এ ক্লিক করে সেটিং এ প্রবেশ করুন এবং Mount All Partitions সিলেক্ট করুন।
● এবার Aroma File Manager বের হয়ে যান এবং আবার ফ্ল্যাশ করুন এটি।
● এবার ফ্ল্যাশ করার পর আপনার ডিভাইস এ থাকা সব পার্টিশন দেখতে পারবেন।
● এবার /data/system এ যান।
● এখন যদি প্যাটার্ন লক বাইপাস অথবা রিমুভ করতে চান তাহলে gesture.key ফাইলটি ডিলিট করুন (ডিলিট অপশন পেতে লং প্রেস করতে হবে)
● যদি পাসওয়ার্ড রিমুভ করতে চান তাহলে password.key ফাইলটি ডিলিট করুন।
● ডিলিট করা হয়ে গেলে Aroma File Manager এক্সিট করে দিন এবং রিবুট করুন ডিভাইস।
● ডিভাইস অন হবে এবং সকল প্রকার কল বাইপাস হয়ে যাবে যদি ঠিকমতো ডিলিট করে থাকেন।
এই হল কার্যকরী কিছু মেথড লক বাইপাস/আনলক/রিকভার করার জন্যে। এছারাও প্লে স্টোর এ কিছু অ্যাপ পাওয়া যায় স্ক্রিন কল বাইপাস নামক। সেগুল ইউজ করেও বাইপাস করতে পারবেন তবে ডিভাইস এ ইন্টারনেট কানেকশন থাকতে হবে অথবা পিসি থেকে ক্যাবল দিয়ে অ্যাপটি ইন্সটল করাতে হবে ডিভাইস এ এবং তারপর স্ক্রিন লক/প্যাটার্ন লক বাইপাস করতে পারবেন।

আমার জানা এবং পরিক্ষিত কিছু মেথড এর মধ্যে ৫ টি মেথড আজ তুলে ধরলাম আপনাদের সামনে। আরও কিছু মেথড আছে সেগুলা রিস্কি তাই দিলাম না। আশা করি এই মেথড গুলোই কাজ করবে আপনার জন্যে। তবে দুর্ভাগ্যবশত কাজ না করলে সেটার জন্যে আমি দায়ী নই কারন ডে বাই ডে সিস্টেম এবং সিকিউরিটি আপডেট হচ্ছে। তবে একটা কথা বলে রাখি কোনটাও যদি কাজ না করে তাহলে আপনাকে মেথড ২ দিয়েই করতে হবে যদিও ডিভাইস এর সকল ডাটা মুছে যাবে ।