কাঠের প্যানেলের বডি নিয়ে ক্যানভাস ৫ লাইট স্মার্টফোনের বিশেষ সংস্করণ বাজারে আনতে যাচ্ছে মাইক্রোম্যাক্স। চলতি বছরই স্মার্টফোনটি গ্রাহকরা হাতে পাবেন বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের ফোন নিমার্তা কোম্পানিটি। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের ফোনটিতে থাকবে মিডিয়াটেক এসওসি কোয়ার্ড কোর ১.০ গিগাহার্টজ প্রসেসর। এতে রয়েছে ৩ গিগাবাইট র্যাম। স্টোরেজ সুবিধার জন্য রয়েছে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। অতিরিক্ত স্টোরেজ সুবিধার জন্য রয়েছে আলাদা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০। ফোরজি সুবিধাযুক্ত ফোনটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ সুবিধা। তবে ফোনটির মূল্য এবং কবে নাগাদ বাজারে আসবে, সেটির সঠিক তারিখ এখনও জানায়নি মাইক্রোম্যাক্স কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ব্যতিক্রমী কাঠের বডির কারণে জনপ্রিয়তা পেতে পারে ডিভাইসটি। এটি শাওমি, অপ্পো মিডরেঞ্জ স্মার্টফোনগুলোর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করবে। -ফোন এরিনা অবলম্বনে
Navigation
No comments:
Post a Comment