চীন চলতি সপ্তাহেই দর্শনার্থীদের জন্য খুলে দিচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাঁচের সেতু। খবর বিবিসির।
এই সেঁতুটি দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের ঝাংজিয়াজি এলাকায় এভাটার (এভাটার সিনেমা চিত্রায়িত হয়েছিল) নামে পরিচিত দুটি পর্বতের খাড়া খাদে সংযুক্ত।
তিন স্তরের স্বচ্ছ কাঁচে নির্মিত ছয় মিটার চওড়া এবং ৪৩০ মিটার লম্বা এ সেতুটি তৈরিতে ৩৪ কোটি ডলার ব্যয় হয়। এটি ভূ-পৃষ্ট থেকে তিনশ' মিটার উঁচুতে অবস্থিত। বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী এ সেতুটির স্থপতি ইসরাইলের হাইম দোতান।
খুলে দেয়ার পর প্রতিদিন আট হাজার দর্শনার্থী সেতুটিতে উঠার সুযোগ পাবেন।
এই সেঁতুটি দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের ঝাংজিয়াজি এলাকায় এভাটার (এভাটার সিনেমা চিত্রায়িত হয়েছিল) নামে পরিচিত দুটি পর্বতের খাড়া খাদে সংযুক্ত।
তিন স্তরের স্বচ্ছ কাঁচে নির্মিত ছয় মিটার চওড়া এবং ৪৩০ মিটার লম্বা এ সেতুটি তৈরিতে ৩৪ কোটি ডলার ব্যয় হয়। এটি ভূ-পৃষ্ট থেকে তিনশ' মিটার উঁচুতে অবস্থিত। বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী এ সেতুটির স্থপতি ইসরাইলের হাইম দোতান।
খুলে দেয়ার পর প্রতিদিন আট হাজার দর্শনার্থী সেতুটিতে উঠার সুযোগ পাবেন।
No comments:
Post a Comment