নোকিয়া- মোবাইলের কথা শুনলেইে এ নামটি সবার আগে আসত। তবে নোকিয়া মোবাইল এখন অতীত। বিশ্বের দামি ব্রান্ডগুলোর মধ্যে দ্রুত খারাপ অবস্থানে চলে যাওয়ার উদাহরণ ফিনল্যান্ডের এ প্রযুক্তি কোম্পানি। মাইক্রোসফটের কাছে নোকিয়ার ফোন ব্যবসা বিক্রির সময় প্রযুক্তি জায়ান্টটির সঙ্গে এক কঠিন চুক্তিতে আবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। এতে ২০১৬ সালের শেষ প্রান্তিক পর্যন্ত নোকিয়া তাদের ব্রান্ডে ফোন অথবা অন্য কোনো কনজুমার ডিভাইস বাজারে আনতে পারবে না। এখন সেই সময় প্রায় শেষ, নোকিয়া এরই মধ্যে ফোন ব্যবসায় দ্রুত ফিরে আসার ঘোষণা দিয়েছে। আর এসব ফোন হবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। নোকিয়া ব্রান্ড নামে প্রথম যে ডিভাইসটি বাজারে আসছে সেটি আগের প্লান্টে তৈরি হবে না, বরং চীনের এইচএমডি ডিভাইসটি তৈরি করবে। চীনের নোকিয়ার প্রেসিডেন্ট মাইক ওয়াং নিশ্চিত করেছেন, এ বছরের শেষ প্রান্তিকে নোকিয়া ব্রান্ডে ৩ থেকে ৪টি অ্যান্ড্রয়েড ডিভাইস বাজারে আসবে। এর মধ্যে স্মার্টফোন ও ট্যাবলেট উভয়ই থাকবে। সম্প্রতি ফাঁস হওয়া কিছু ছবিও নোকিয়ার দুটি ভালোমানের স্মার্টফোন বাজারে আসার বিষয়টি নিশ্চিত করেছে। ফোন এরিনা অবলম্বনে রুদ্র মাহমুদ
Navigation
No comments:
Post a Comment