Saturday, December 31, 2016

গুগল ক্রোম ব্রাউজারের ১৯ টি লুকায়িত ফিচার | পাওয়ার ইউজাদের জন্য



১। অনেক গুলো ট্যাবকে একসাথে টেনে নতুন উইন্ডো খুলুন
আমারা সকলেই জানি যে কোন ট্যাব কে ড্রাগ করে ড্রপ করলে তা নতুন উইন্ডো নিয়ে ওপেন হয়। কিন্তু আপনি জানেন কি, যে এক সাথে অনেক গুলো ট্যাব ড্রাগ এবং ড্রপ করে একাধিক ট্যাব সম্পূর্ণ একটি উইন্ডো খোলা যায়? আপনার কীবোর্ড থেকে Ctrl কী চেপে যে ট্যাব গুলো দিয়ে নতুন উইন্ডো খুলতে চান, তার উপর ক্লিক করুন এই বার ড্রাগ করে যেকোনো কোথাও ড্রপ করে দিন।  দেখবেন আপনার ক্লিক করা সব কয়টা ট্যাব দিয়ে নতুন একটা উইন্ডো খুলে গেছে। আরো পরিষ্কার ভাবে বুঝতে নিচের ছবি গুলো দেখুন।

২। আপনার গুগল ক্রোম একটি ক্যালকুলেটর
হাঁ বন্ধুরা, আপনার ক্রোম সাধারন অংক গুলো নিজেই করতে পারে। তাও আবার সরাসরি গুগল ডট কমে এ প্রবেশ করে না করে। আপনার ক্রোমের অমনিবক্সে গিয়ে যেকোনো সাধারন অংক টাইপ করুন (এন্টার চাপার প্রয়োজন নেই) দেখবেন স্বয়ংক্রিয়ভাবে ক্রোম আপনার অঙ্কটি কষে দেবে। তবে এই ফিচারটি উপভোগ করতে আপনার ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল নির্বাচিত থাকতে হবে। ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন নির্বাচন করে রাখলে কিন্তু ফিচারটি উপভোগ করতে পারবেন না। আরেকটি কথা এই ফিচারটি কিন্তু ইনকগনিটো উইন্ডো বা প্রাইভেট ব্রাউজিং করার সময় কাজ করবে না।

৩। আপনার ক্রোম অমনিবক্স একটি ইউনিট কনভার্টার
আপনার ক্রোম অমনিবক্স ক্যালকুলেটর হওয়ার পাশাপাশি একটি ভালমানের ইউনিট কনভার্টার ও বটে। যে ইউনিটটি আপনি কনভার্ট করতে চান সেটি অমনিবক্সে গিয়ে লিখুন আমার মতো করে, ব্যাস আপনার ইউনিটটি কনভার্ট হয়ে যাবে। এখানেও একই রুলস, ফিচারটি উপভোগ করতে আপনার ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল নির্বাচিত থাকতে হবে। ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন নির্বাচন করে রাখলে কিন্তু ফিচারটি উপভোগ করতে পারবেন না। আর অবশ্যই এই ফিচারটি ইনকগনিটো উইন্ডো বা প্রাইভেট ব্রাউজিং করার সময় কাজ করবে না।

৪। আপনার ক্রোম একটি সাধারন ইমেজ ব্রাউজার
গুগল ক্রোম দিয়ে আপনি Jpg, Png, Gif ইত্যাদি ফটো Browse করতে পারবেন। আপনার ফাইল এক্সপ্লোরার থেকে যেকোনো ইমেজ ড্রাগ করে ক্রোমে ড্রপ করুন। ব্যাস, খুব সহজ।

৫। ড্রপ করে সার্চ করুন
যেকোনো ওয়েব পেজ থেকে কোন টেক্সট হাইলাইট করে সেটি ড্রাগ করে অমনিবক্সে ড্রপ করে দিলেই সেটি দ্বারা সার্চ হয়ে যাবে আপনার সেট করা সার্চ ইঞ্জিনে। এটা টেক্সট কপি করে পেস্ট করে সার্চ করার মতোই। কিন্তু ড্রাগ ও ড্রপ করে ২এক্স বেশি তাড়াতাড়ি সার্চ করতে পারবেন।

৬। ইউআরএল ড্রপ করে সাইট ভিসিট করুন
এটি অনেক সুন্দর এক ফিচার। আপনার যে লিঙ্কটি ওপেন করতে চান, সেই লিঙ্কটি ড্রাগ করে অমনিবক্সে এ ড্রপ করলেই হবে। আপনি চাইলে লিঙ্কটি এডিট করতে পারবেন। কোন লিঙ্ককে যদি নিউ ট্যাব নিয়ে খুলতে চান তাহলে লিঙ্কটি ড্রাগ করে নিউ ট্যাব আইকন এর পাশে ড্রপ করে দিলেই আপনার লিঙ্ক নিউ ট্যাব নিয়ে খুলবে।

৭। কীবোর্ড কম্যান্ড ব্যবহার করে এক ট্যাব থেকে আরেক ট্যাব সুইচ করুন
এটি আমার অনেক পছন্দের একটি ফিচার। আপনি যদি দ্রুত কাজ করতে পছন্দ করেন তবে, আপনারও এই ফিচারটি ভালো লাগার কথা। আপনার কীবোর্ডে Ctrl কী চেপে ধরে ক্রমান্বয়ে ১,২,৩,৪,৫,৬ চাপতে থাকুন দেখবেন ক্রমিক ভাবে আপনার ট্যাব গুলো সুইচ হচ্ছে। মজার ব্যাপার না?

৮। কীবোর্ড কম্যান্ড ব্যবহার করে ওয়েব পেজ ন্যাভিগেট করুন
আপনি শুধু স্পেস কী ব্যবহার করে যেকোনো ওয়েবপেজকে উপরে বা নিচে ন্যাভিগেট করতে পারেন। স্পেস কী চাপলে পেজ নিচের দিকে এবং স্পেস+শিফট কী চাপলে পেজ উপরে ন্যাভিগেট হবে।

৯। পছন্দের ওয়েবসাইট গুলো স্টার্টে যোগ করুন
আপনি যদি আমার মতো হোন, যে পিসিতে ইন্টারনেট যোগ করার পর একই সাইট গুলোতে বারবার ভিসিট করতে হয় তাহলে একই ঠিকানা বারবার কেন টাইপ করবেন? ক্রোমকে কাজটা নিজেই করতে দিন না। গুগল ক্রোম অমনিবক্সে গিয়ে লিখুন “chrome://settings/startup” তার পর ENTER চাপলেই নিচের মত পপআপ দেখতে পারবেন। তারপর ক্রোম ওপেন করেই যে ওয়েবসাইট গুলোতে আপনাকে যেতে হয় তা টাইপ কে অ্যাড করে দিন! ব্যাস, এইবার যখন আপনি আপনার ক্রোম ওপেন করবেন আপনার ক্রোম আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আপনার পছন্দের ওয়েবসাইট গুলোতে নিয়ে যাবে।

১০। ডাউনলোড করা ফাইল গুলো ডেস্কটপে সেভ করুন
আগেই বলে রাখছি যে এই টিপসটা সবার কাজের না। কিন্তু আপনি যদি আমার মতো হয়ে থাকেন তবে এটি আপনার কাজে লাগবে। আমি আমার ডাউনলোড করা ফাইল গুলো খুব সহজেই অ্যাক্সেস করতে চাই। আর দ্রুত অ্যাক্সেস করার জন্য আমি ডেক্সটপকেই সর্বউত্তম মনে করি। গুগল ক্রোম অমনিবক্সে গিয়ে টাইপ করুন “chrome://settings” তারপর ENTER চাপুন। এইবার নিচে স্ক্রল করে Advanced Settings Link এ ক্লিক করুন। এইবার ডাউনলোড লোকেশান থেকে ডেক্সটপ কে দেখিয়ে দিন। ব্যাস, আপনার কাজ আরো একধাপ ফাস্ট হয়ে গেলো।

No comments:

Post a Comment