Saturday, August 27, 2016

শাহজালালে ২৩ কেজি স্বর্ণসহ যুবক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ কেজি সোনাসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন শুল্ক কর্মকর্তারা। বুধবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আতাউল মজিদ (৩২)। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানের এসকিউ ৪৪৬ ফ্লাইটে রাত সাড়ে ১০টার দিকে শাহজালালে অবতরণ করেন তিনি। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার গণমাধ্যমকে জানান, একটি হুইল চেয়ারে করে বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন মজিদ। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ২২৫টি সোনার বার ও কিছু অলংকার উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment