Saturday, November 19, 2016

আইফোন তৈরি হবে যুক্তরাষ্ট্রে?

আইফোন চীনে তৈরি হয়, এ কথা সবারই জানা। কিন্তু চীন বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আইফোন তৈরির বিষয়টি নিয়ে ভাবছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

গত বৃহস্পতিবার অ্যাপলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইট উল্লেখ করেছে, এশিয়ার দুই আইফোন সংযোজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রে কাজ করা সম্ভব কি না, তা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। ফক্সকন টেকনোলজি গ্রুপ ও পেগাট্রনকে গত জুন মাসে ওই অনুরোধ করে অ্যাপল। ওই প্রতিবেদন বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ অবশ্য কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে আইফোন তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের কথার প্রতিফলন। গত জানুয়ারি মাসে নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, অন্য দেশের পরিবর্তে অ্যাপলকে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করতে হবে। যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

অবশ্য, যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি হলে তার দাম বেশি হবে বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা।
ধারণা করা হচ্ছে, আইফোনের কিছু যন্ত্রাংশ শুধু যুক্তরাষ্ট্রে তৈরি করা সম্ভব হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক কর্মীদের একটি চিঠি দেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘আমরা দারুণ কাজ করি এবং সামনের দিকে এগিয়ে পৃথিবীকে উন্নত করি।’

উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির অধিকাংশ প্রতিষ্ঠান ট্রাম্পের বিপক্ষে ছিল। তথ্যসূত্র: সিনেট।

No comments:

Post a Comment

Also Read

Gerber accumark 8.5.137 Latest Build With Key NO NEED DONGLE

Gerber Cad Technology Is Helping fashion and apparel brands stand out from the crowd Since we first automated the fa

Fandfsoftware