বাগেরহাটের মোরেলগঞ্জে সুমন শেখ নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পিটিয়ে হাত, পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ ও আ. লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফুলহাতা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় রাত ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। খালেক শেখের ছেলে সুমন(২৫) বহরবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ২০হাজার টাকা চাঁদা না দেওয়ায় সুমনকে পিটানো হয় বলে অভিযোগ রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সুমন বলেন, সপ্তাহ খানেক আগে থেকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার সুমনের কাছে ২০হাজার টাকা দাবি করে। এর ২দিন পরে বলে টাকা না দিলে বাজারে উঠতে পারবিনা। একইভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলহাতা বাজারে সুমনকে একা পেয়ে টাকার দাবিতে মারপিট শুরু করে ছাত্রলীগ নেতা সবুজ, তুহিন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সখিনুর হাওলাদার। তারা সুমনকে এলাপাথাডি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং দুই পা ও ডান হাত পিটিয়ে ভেঙ্গে ফেলে। বরফ ভাঙ্গা মুগুর দিয়ে পিটানো হয় বলেও সুমন জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. রিপন তালুকদার বলেন, সুমনের ওপর হামলাকারীরা আ. লীগ, ছাত্রলীগের নেতাকর্মী। তবে এলাকায় তাদের কোন সুনাম নেই। জখমী সুমনের মা কহিনুর বেগম অভিযোগ করে বলেন, দলের ঠিকানায় থাকা সন্ত্রাসীরা ও মাদকাশক্ত লোকজন চাঁদার টাকা না পেয়ে সুমনের ওপর হামলা করেছে। থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, মারপিটের ঘটনা শুনেছি। উভয় পক্ষ একই দলের। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Navigation
No comments:
Post a Comment