চলতি ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে সাড়ে তিন লাখ শিক্ষার্থী অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ভর্তি হতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে আজ বুধবার অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।
শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, সব ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক আইসিটি উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment