Monday, September 12, 2016

চট্টগ্রামের ৩০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন

দক্ষিণ চট্টগ্রামের ৩০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্যান্য বছরের মতো এবারও একদিন আগে এসব গ্রামের মানুষ আজ সোমবার ঈদ উদযাপন করছেন।

এ উপলক্ষে সকালে চন্দনাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আলী। একই সঙ্গে সাতকানিয়ার মির্জাখিল, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, চন্দনাইশসহ ৩০টি গ্রামের মানুষ ঈদ জামাত শেষে পশু কোরবানি দেন। মির্জাখিল দরবার শরিফের মুরিদরা দেশের নানা প্রান্ত থেকে এসে ঈদের নামাজ আদায় করেন।

No comments:

Post a Comment