Recent PostAll the recent news you need to know
View All

Friday, September 28, 2018

চেকের মামলা সংক্রান্ত আইন এবং এর মেয়াদ সংক্রান্ত কিছু তথ্য

চেকের মামলা সংক্রান্ত আইন- চেকের মামলা সংক্রান্ত কিছু সহজ বিষয় না জানার কারণে আমাদের অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়।কেননা চেকের বিষয়ে আইনে স্পষ্ট করে উল্লেখ থাকাতে এর বাইরে কিছু করার থাকেনা।
তাই সময় ও আইন মোতাবেক সঠিক সময়ে ব্যবস্থা না নিলে বেশীরভাগ সময় পাওনাদার এর টাকা পাওয়া হয়ে উঠেনা খুদ্র ভুলের কারণে।তাই চেকের মামালা সংক্রান্ত কিছু তথ্য জেনে রাখা আমাদের সকলের উচিত।

চেকের মেয়াদ এবং অন্যান্য তথ্যঃ
১) একটি চেকের মেয়াদ চেকের গায়ে চেক দাতার দেওয়া উল্লেখিত বা লিখিত তারিখ হতে ৬ মাস পর্যন্ত।তাই উক্ত সময় অতিক্রান্ত হওয়ার পর ব্যাংক গ্রহন না করার কারনে আদালতে Negotiable Instrument Act এর ১৩৮ ধারা অনুযায়ী আর টাকা দাবি করা যায় না।তাই ৬ মাস এর ভিতর চেক এর টাকা তোলার জন্য ব্যাংক এ উপস্থাপন করতে হয়।
২) উপরল্লিখিত নির্দিষ্ট সময়ের ভিতর উপস্থাপনে চেকদাতার একাউনট এ টাকা না থাকলে ডিসঅনার স্লিপ সংগ্রহ করে চেকের টাকা দাবি করে এক মাসের সময় দিয়ে আইনজীবীর মাধ্যমে Negotiable Instrument Act এর ১৩৮ ধারা মোতাবেক টাকা পরিশোধের দাবি জানিয়ে নোটিশ সরবরাহ করতে হয় এবং নোটিশটি ছাড়তে হয় ডিসঅনার হওয়ার ৩০ দিনের মধ্যে।
৩) নোটিশ প্রাপ্তির ৩০ দিন পর মামলার কারন উদ্ভব হয়।মামলার কারন উদ্ভব হওয়ার ১ মাসের মধ্যে একজন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিতভাবে অভিযোগ দায়ের করা যায়।আর নোটিশ গ্রহন না করলে নোটিশ ফেরত আসার তারিখ হতে এক মাসের মধ্যে অভিযোগ দায়ের করা যায়।
৪) চেকের প্রাপক বা দাবিদার এর পক্ষে তার নিজুক্তিও Attorney Holder মামলা করতে পারেন।
৫) অনেকের মনে প্রশ্ন থাকে ডিসঅনার কয়বার করাতে হয়।উত্তরটা হল একবার ডিসঅনার করালে ও মামলা করা যায়।
৬) নোটিশ সরবরাহ না করলে বা নোটিশ জারি না করে চেকের মামলা করা যায় না। নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে প্রাপ্তি স্বীকারোক্তি সহ জারি করাই উত্তম অথবা জাতীয় পত্রিকায় নোটিশ প্রচার করা যায়…
৭) স্থানীয় অধিক্ষেত্রঃ যে ব্যাংকে চেক উপস্থাপন করা হয় সেই ব্যাংক আদালতের যে স্থানীয় অধিক্ষেত্রে অবস্থিত সেই আদালতে মামলা দায়ের করতে হবে…
৮) যে কোন ধরনের ডিসঅ।নার এর কারনে মামলা দায়ের করা যায়।
৯) কোন কারনে আইনের নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রতারনার জন্য মামলা করা যায়…
১০)কখনও কোন চেক হারিয়ে গেলে সাথে সাথে নিকটস্থ থানায় জি, ডি দায়ের করে ব্যাংক এর মাধ্যমে চেক স্টপ করাতে হয়।
১১) হারান চেক উদ্ধারের জন্য মামলা করা যায়…
১২) কিছু না লিখে বা টাকার সংখ্যা না লিখে অর্থাৎ খালি চেক কখন কাওকে সরবরাহ করা উচিত নয়।
ওমরাহ ভিসা নিয়ে ভ্রমণ করা যাবে সৌদি আরবের সব শহর
এক মাসের জন্য ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশী নাগরিকদের জন্য দেশটির সকল শহর ভ্রমণ করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার এই ঘোষণা দেয়া হয়েছে বলে আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে, ওমরাহ ভিসা নিয়ে আসা বিদেশি নাগরিকদের জন্য মক্কা এবং মদীনা ছাড়া অন্য শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। নতুন এই ঘোষণায় ওমরাহ পালনকারীরা সৌদি আরবের অন্যান্য শহর ঘুরে দেখার সুযোগ পাবেন।
তবে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগের সহকারী সচিব আব্দুল আজিজ ওয়াজ্জান বলেন, ৩০ দিনের মধ্যে অন্তত ১৫ দিন ওমরাহ পালনকারীদের প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় অবস্থান করতে হবে।
তিনি আরও জানান, হজের পর নতুন ওমরাহ মৌসুম শুরু হয়েছে। গত সপ্তাহেই ওমরাহ পালনের জন্য ১০ হাজার লোক সৌদি পৌঁছেছেন। গত ৪ দিনে ভিসা দেয়া হয়েছে ৩০ হাজার।
দেশটির পর্যটন খাতে বৈচিত্র্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তেল পরবর্তী যুগে এই খাতকে প্রস্তুত করতে এ ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
কিশোররা কী চেয়েছিল আর বুড়োরা কী দিলেন
নিরাপদ সড়কের দাবিতে হাজার হাজার কিশোর-কিশোরী রাস্তায় নেমে এলো। বাংলাদেশে সে এক অভূতপূর্ব দৃশ্য। যেন বাগানের চারাগাছগুলো দলে দলে রাস্তায় নেমে আসছে।
কিন্তু কী চেয়েছিল তারা আর কী পেয়েছে? এই চাওয়া-পাওয়া ও না-পাওয়ার হিসাবের খেরোখাতার ভবিষ্যৎই বা কী? সম্প্রতি ঢাকার কিশোর বিদ্রোহ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন আবুল হাসান রুবেল
শিরোনামটাকে একেবারে আক্ষরিকভাবে নেওয়ার দরকার নেই। কেননা যারা প্রত্যক্ষভাবে হামলা চালিয়েছিল, তারাও বয়সে অনেকে তরুণই ছিল।
আবার জেগে ওঠা কিশোরদের পক্ষে দাঁড়িয়ে হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন অনেক বয়স্করাও। ফলে তারুণ্যকে শুধু বয়স দিয়ে নয়, চিন্তা দিয়েও বুঝতে হবে।
যে কিশোররা রাস্তায় নেমেছিল, তারা এখানকার জীর্ণ, পুরনো অভ্যস্ততাকে ভেঙে ফেলতে চেয়েছিল, ফলে আকাঙ্ক্ষায়ও তারা নবীন, তরুণ, জীবন্ত।
তাদের পক্ষে, তাদের ডাকে সাড়া দিয়ে যে বয়স্করা নেমেছেন, তাঁরাও নতুনের পক্ষে, জীবনের পক্ষেই দাঁড়িয়েছেন। আর আক্রমণকারী তরুণরা নেমেছেন পুরনো, নিপীড়ক ব্যবস্থাকে রক্ষায়, আর ক্ষমতায় অধিষ্ঠিত বয়স্কদের নির্দেশেই।
এই যে হাজারে হাজারে কিশোর স্কুলড্রেস পরে রাস্তায় নেমে এলো, সে এক অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশে। যেন বাগানের চারা গাছেরা দলে দলে রাস্তায় নেমে আসছে।
কী চেয়েছিল তারা? নিজে নিজে কল্পনা না করে বরং তাদের স্লোগান, কথা থেকেই আসুন জেনে নেওয়ার চেষ্টা করি, তারপর না হয় তার বিশ্লেষণ করার চেষ্টা করা যাবে।
এই আন্দোলনে সবচেয়ে বেশিবার উচ্চারিত দাবি ছিল—নিরাপদ সড়ক চাই, ন্যায়বিচার চাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’। কিন্তু এখানেই তাদের দাবি, প্রশ্ন, স্লোগান থেমে থাকেনি।
তারা এগুলোকে নানা ভাষায় প্রকাশ করেছে তো বটেই, অন্য নানা বিষয়ও তারা তুলে ধরেছে। তারা স্লোগান দিয়েছে—‘৪৭ বছরের রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’ ‘ঘুষখোর পুলিশ চাই না।’
‘জনপ্রতিধিদের অন্তত তিন দিন গণপরিবহনে যাতায়াত করতে হবে।’ ‘গণপরিবহনে যৌন নিপীড়ন প্রতিরোধ চাই।’ ‘যোগাযোগ মন্ত্রণালয়ের গাড়ির লাইসেন্সের ডেট ফেল কেন?’ ‘প্রধানমন্ত্রীর প্রটোকলে গাড়ি আটকান, আমরা গাড়ি আটকাই না।’ ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই।’
‘এত জিপিএ ৫ দিয়ে কী হবে, একদিন তো বাসের তলায়ই পড়তে হবে।’ ‘৯ টাকায় ১ জিবি ডাটা নয়, নিরাপদ সড়ক চাই।’ এমনকি তারা প্রশ্ন তুলেছে, ‘প্রধানমন্ত্রী, লাইসেন্স কই?’ আর তাদের এই আন্দোলনের প্রক্রিয়ায়ই রচিত হয়েছে এমন এক স্লোগান, যা হয়ে উঠেছে সময়ের মহত্তম কবিতা— ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ।’
আর তারা শুধু স্লোগান তুলেই ক্ষান্ত হয়নি, কাজটা করে দেখিয়ে দিতে চেয়েছে। ওরা রাস্তায় গাড়ির লাইসেন্স চেক করেছে, মন্ত্রীর গাড়ি রাস্তার উল্টো পথ থেকে ঘুরিয়ে সোজা পথে ফিরিয়ে দিয়েছে, পুলিশের গাড়ির লাইসেন্স চেক করেছে। সেলিব্রিটি, নিজের মা-বাবা—কেউই ছাড় পায়নি।
ঢাকার রাস্তায় সারি বাঁধা গাড়ি, ইমার্জেন্সি লেনের বাস্তবায়ন করে দেখিয়েছে। তারা নাগরিকদের মধ্যে ভেদাভেদবিহীনভাবে আইন প্রয়োগের দৃষ্টান্ত তৈরি করেছে। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—তাদের এই কার্যক্রম মানুষ কিভাবে গ্রহণ করেছে, সেটি।
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, মানুষ হাসিমুখে তাদের এই কর্তৃত্বকে স্বাগত জানিয়েছে। এমনকি সেনা সদস্যদেরও হাসিমুখে সেটি মেনে নিতে দেখা গেছে।
বহুজন খাবার, পানি নিয়ে এই কিশোরদের সহায়তায় এগিয়ে এসেছেন। অনেককেই দেখেছি গাড়ির লাইসেন্স ঠিক নেই, ডেট শেষ হয়ে গেছে ফিটনেস সার্টিফিকেটের বা এ রকম কোনো কারণে গাড়ি বেরই করেননি, পাছে বাচ্চাগুলোর কাছে লজ্জা পেতে হয়।
অথচ এই আন্দোলনের ওপর আক্রমণ করে, ভয় দেখিয়ে নির্মমভাবে তা বন্ধ করে দেওয়ার পর সরকার পুলিশ সপ্তাহ চালু করে, তাকে আরো এক সপ্তাহ বর্ধিতও করে। তাতে বহুজনকে জরিমানাও করা হয়, কিন্তু এর কোনো কিছুই তেমন কোনো ফল দেয়নি।
যার সরল অর্থ দাঁড়ায়—মানুষ আইন প্রয়োগকারী হিসেবে এই জাগ্রত কিশোরদের যেভাবে ভালোবাসা, সম্মান আর আস্থায় নিয়েছে, তা রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা সেই আস্থায় নেয়নি। এই নিষ্পাপ কিশোরদের কাছে লজ্জা পাওয়ার আছে, কিন্তু ঘুষখোর পুলিশকে লজ্জা পাওয়ার কোনো কারণ কি আছে?
আসলে যখন গোটা বাংলাদেশকেই ভয় দেখিয়ে, নানা সুবিধা দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে, তখন ভয়কে জয় করা এসব ভয়ভীতি আর সুবিধার বাইরে সমাজের সবচেয়ে নিষ্পাপ অংশই রুখে দাঁড়িয়েছে। জীবনের দাবি নিয়ে, প্রাণের দাবিতে রাস্তায় নেমে এসেছে। হাজারে হাজারে, কাতারে কাতারে।
বাংলাদেশের নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে তারা। আমি, তুমি, আমরা যখন রুখে দাঁড়াই—তখন আমরাই বাংলাদেশ। যারা ভয় দেখায়, যারা মেরে ফেলে, মানুষের মৃত্যুতে যারা দাঁত কেলিয়ে হাসে, এটাকে জায়েজ করতে নানা ভেক ধরে, তারা বাংলাদেশ নয়।
এই আন্দোলন আমাদের আশা জাগায়—বাংলাদেশে নতুন একটা ইতিহাস রচিত হতে চলেছে, আর তা এই কিশোরদের হাত ধরে।
ইতিহাস কখনো থামে না, ইতিহাস নিরন্তর বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। স্কুলড্রেস পরে রাস্তায় নেমে আসা এই কিশোররাই ইতিহাসের নতুন কাণ্ডারি। আসলে এগুলোর মাধ্যমে ওরা ওদের বাংলাদেশত্বকেই হাজির করছে।
ক্ষমতাসীনদের ক্ষমতার তলায় যেভাবে এ দেশের মানুষ তাদের নাগরিক অধিকার হারায়, তার অবসান দাবি করেছে কিশোররা। ওরা দাবি তুলেছে ন্যায়বিচারের—‘উই ওয়ান্ট জাস্টিস।’ আসলে দেশের নাগরিক, তার আসল মালিক হিসেবে তার দাবিকে, রাষ্ট্র পরিচালনায় তার অধিকার, তার কর্তাসত্তাকে সে ফেরত চাইছে।
তাদের কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা তার প্রকাশ করেছে। আর এই নাগরিক মর্যাদা, তার কর্তাসত্তা থেকে রাষ্ট্র তাকে বঞ্চিত করেছে, করে যাচ্ছে। এই অধিকার ফেরত চাওয়াকে তারা রীতিমতো একটা হুমকি হিসেবে বিবেচনা করে তাদের ওপর আক্রমণ চালিয়েছে।
রাষ্ট্র তার পক্ষপাত খোলাখুলি প্রকাশ করে ফেলেছে আক্রমণকারীদের শাস্তি না দিয়ে, বরং আক্রান্তদেরই গ্রেপ্তার করে। তাদের পক্ষে দাঁড়ানো মানুষদের নানাভাবে হেনস্তা করে।
আলোকচিত্রী শহীদুল আলমকে এখনো গ্রেপ্তার রাখা হয়েছে, ছাত্রনেতা মারুফকেও এখনো ছাড়া হয়নি। আর আন্দোলনের পরই শুরু হয়ে গেছে আন্দোলনকারীদের রাজনৈতিক সংযোগ খোঁজার।
যদিও সেটি পাওয়া যায়নি; কিন্তু গোটা ব্যাপারটার মধ্যেই এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে রাজনীতিসংশ্লিষ্টতা নিজে নিজেই একটা বিশাল অপরাধ।
জনগণ সরকারি দল ছাড়া অন্য কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অধিকার রাখে না। যেন বা রাষ্ট্র হবে রাজনীতিমুক্ত, জনগণের রাজনীতি করার কোনো অধিকার নেই। বিদ্রোহী কিশোরদের ওপর হেলমেট বাহিনী দিয়ে আক্রমণই হলো সঠিক ধারার রাজনীতি, এর বাইরে বাকি সবটা হলো অপরাধ।
এই আন্দোলনে আরেকটি বিশেষ বিষয় ছিল স্লোগানের অভিনবত্ব। এই কিশোররা যে আন্তর্জাতিক নানা সংগ্রাম, চিন্তার নতুন ধারণার সঙ্গে পরিচিত হয়েছেন বা হচ্ছেন—সেটিও এই আন্দোলনের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে। ঢাকার রাস্তায় সদ্যঃকৈশোর পেরোনো একজন অ্যানোনিমাস আন্দোলনকারীর দেখা মিলেছে এই আন্দোলনে।
‘তুই আমারে চেনছ’-এর জমিদারি কর্তৃত্বের বিরুদ্ধে অপরিচিত, সাধারণ হওয়ার অধিকার পাওয়ার এই দাবি বিদ্যমান ক্ষমতাকাঠামোকেই প্রশ্নের মধ্যে ফেলে দেয়।
স্বতঃস্ফূর্তভাবে নানামুখী সহজ অথচ অন্তর্ভেদী সব স্লোগান আবিষ্কার করেছে এই কিশোররা। যদিও মোট স্লোগানের তুলনায় তা সংখ্যায় নগণ্য, তবু দেখা যাবে, তারা সেখানে খিস্তিও ব্যবহার করেছে। সেটিকেই বড় করে তুলে এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেয়েছে সরকারি বুদ্ধিজীবীকুল।
অথচ প্রতিনিয়ত যে রাষ্ট্র তাকে বঞ্চিত করে যাচ্ছে, তাকে অবদমিত করে রাখছে, তাকে কাঠামোগত বা সরাসরি খুনের শিকার করছে, তার বিরুদ্ধে তার পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তারা স্লোগানে স্লোগানে। রাষ্ট্রের ভয় দেখানোর যন্ত্রটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেই তারা গালি ব্যবহার করছে।
যে লাঠির ভয় তাদের দেখানো হয়, তাকে উল্টো ‘ভরে’ দেওয়ার স্লোগান তারা দিয়েছে, যে পুলিশ দিয়ে তাদের মার খাওয়ানো হচ্ছে, তাদের তারা ‘চ্যাটের বাল’ আখ্যা দিচ্ছে। হুমকিকে থোড়াই পরোয়া করার বেপরোয়া সাহসের এই প্রকাশ এত সহজে আর কোনোভাবে করা যেত বলে মনে হয় না।
কিন্তু খেয়াল করে দেখলে দেখা যাবে, এর কোনোটাই অন্যের প্রতি ফ্যাসিস্ট আক্রমণের ভাষা নয়; বরং তার ওপর চলে আসা নির্যাতনের প্রতিবাদমাত্র।
‘একটা-দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’—এর মতো ফ্যাসিস্ট স্লোগান তারা দেয়নি। তারা শুধু রাষ্ট্রের ভয় দেখানোকেই প্রত্যাখ্যান করেনি, তথাকথিত উন্নয়নের চটককেও প্রত্যাখ্যান করেছে।
আবার এই ছাত্ররাই ধানমণ্ডিতে রাস্তার কাচ পরিষ্কার করেছে, যাতে পথচারীরা আহত না হয়। সায়েন্সল্যাবে তাদের বাধা দিতে আসা পুলিশদের সবাইকে ফুল দিয়ে বরণ করে সহনশীলতার প্রকাশ ঘটিয়ে তাদের হতবুদ্ধি করে দিয়েছে।
তারা ঢাকা শহরের পরিবহন নিয়ে যেসব প্রস্তাব দিয়েছে, সমাধান হাজির করেছে, তার আলোকে ঢাকার যানজট ও পরিবহন সমস্যারও সমাধান সম্ভব।
অর্থাৎ এই আন্দোলনের মেসেজটা পরিষ্কার। নিজের অবদমন, আর ভয়কে জয় করো, জীবনের পক্ষে, মানুষের পক্ষে, ভালোবাসা নিয়ে দাঁড়াও। ঢাকঢোল পেটানো উন্নয়নের চেয়ে জীবন গুরুত্বপূর্ণ।
রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের অধিকার হরণ চলবে না। আমি, আপনি, আমরাই বাংলাদেশ, আমরাই ঠিক করব এ দেশ কিভাবে চলবে। সে জন্য রাস্তায় নামতে হবে, সক্রিয় হতে হবে।
আর এই পথটা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথ, তার ঘোষণার অঙ্গীকার। এই পথ গোটা বাংলাদেশের সামনে স্পষ্ট করেছে এই কিশোররা, তারা এই পথের দিশারি।
বুড়োরা ভয় পায়, তাই ভয় দেখায় এবং সেই ভয় সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়। কিন্তু শত শত পুলিশের সামনে একজন বুক চিতিয়ে দাঁড়ানো কিশোর আমাদের সাহস জোগায়।
আর জনতার শক্তি একত্র হলে একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সড়কে যেমন সম্ভব, গোটা দেশেও সম্ভব—সেই আস্থা জোগায় সবার মনে। আজ তারা গাড়ির লাইসেন্স চেক করছে, আর গোটা বাংলাদেশকে আহ্বান জানাচ্ছে দেশ পরিচালনার লাইসেন্স চেক করার।
বড়রা তাতে ব্যর্থ হলে আজ না হোক কাল এই কিশোররাই তা করে দেখাবে। আজকের এই লড়াই তাদের ভেতর একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে নিঃসন্দেহেই। একটা আপাতপরাজয় নতুন বিজয়ের পথ তৈরি করবে। জেগে ওঠা কিশোর, তরুণদের অভিনন্দন। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ।

Friday, September 7, 2018

How to Hack DNS For Faster Internet Speed Upto 120%

To Boost your internet speed there are many ways like some of recommending third party tool to optimize your TCP/IP architecture and all but Hack DNS for faster internet speed is one of the best ways to boost your internet speed because usually, slow internet is not a fault of your internet service provider. it is the fault of your DNS which use more time to processing your request so use alternative DNS will definitely boost your internet speed. You can also use this OpenDNS and Google DNS on your android smartphone. it is also working fine on any android mobile smartphone you just need to add below-given DNS addresses to boost your internet speed up to 100mbps.

What is DNS(Domain Name Server)?

DNS is basically a system which can convert name into IP Addresses like internet and computers is work on numbers and IP Addresses so computer will only understand IP Address so It is not possible to understand by humans like there are too many IP Addresses so DNS is introduced so humans can easily remember their domain from specific name like Google.com and DNS can convert that name into the corresponding IP Address and show you the right webpage that assiciate with taht IP. The Working of DNS is really simple you just need to understand the simple concept that how DNS can convert domain names into IP Addresses.
On the Internet, There are many Ways to Getting Faster Internet Speed in Microsoft Windows. But Here am show you How DNS Hack can Increase your internet Speed. Sometimes people who experience slow Internet Browsing and Sometimes Lost Their Internet Connections too. It is Happens because of Bad DNS So in this Tricks, We can Switch your Default DNS to Google Public DNS that an improve your Internet Speed.

How can DNS Hack Boost your Internet Speed?

As I mention above that it is not a fault of your ISP instead of your Domain name server because many of time your ISP offer you a high-speed connection but your DNS response is very slow so it can’t handle your request so guys By using Alternatives or OpenDNS will give your the opportunity to use OpenDNS and experience like you hack internet speed which can help you to find high-speed DNS that can reply your request withing seconds and faster than your normal internet connection.
Additionally, OpenDNS provide you some great benefits like content filtering and it can protect your form phishing attacks and other types of hacking attacks. It can provide you high internet speed as well as extends your domain name server. Now that time OpenDNS is acquired by  Cisco company and not show any relevant ads when using Open DNS servers. Basically, this services is designed to use alternative DNS rather than using your ISP ‘s DNS. So I hope now you will understand why we recommend using OpenDNS instead of your Internet services provider’s DNS. how to increase internet speed by changing dns

Steps to Hack DNS For Faster Internet Speed:

In these steps, we will cover that how you can optimize and use OpenDNS for faster internet speed and then you can access the fastre internet. You just need to follow these steps carefully and add below IP Address to your DNS Settings and save those settings and then you will experience that your internet speed is boosted.
  1. Click Ok and Save all DNS Settings and Time to Access the Faster Internet.
Basically, In this tutorial, we use OpenDNS to use as an alternative DNS. Otherwise, there is also another option of Google DNS they will also provide an alternative DNS opportunity that you can use the domain name servers and get high-speed response from any web page. You can easily find Google DNS settings on the internet.

From Editor’s Desk:

Guys Above in “Hack DNS For Faster Internet Speed” You can see these are a very Easy way to Getting Faster Internet Speed by DNS Hacking. It can Alos Fix some of the Error Related to Web Browsers Like “DNS Probe Finished No Internet” and “This web page is not Available”. So, Guys, I Recommended to Use These Google DNS to Access High-Speed Internet.

Wednesday, September 5, 2018

5 Tips To Make Money on Craigslist


Craigslist is one of the most visited sites on the internet today, with millions upon, millions of visitors a day. With this many visitors daily, it is very easy to get a nice chunk of traffic with your postings. I have put some tips together for you guys, apply these, and you WILL make money! 
 
  Tip 1: DON'T POST DUPLICATE POSTS! Posting duplicate posts will do nothing for you but get your ads taken down. Yes, it is easy to just copy and paste, and make over 100 ads within minutes, but it won't do you any good.

  Tip 2: USE DIFFERENT IPS! Using different IPs is another way to avoid getting your ad flagged. One way Craigslist will know to flag your posts is by looking at the IP you are using. If they see multiple ads from the same IP, they will most likely flag your ad, thus your profits will suffer. (Wait, you won't have any.) One way you can change your IP is by using a proxy. If you want a list of them, check out proxy.org. They have thousands of them.

  Tip 3: DONT BE AN IDIOT! Being an idiot is the easiest way to not make money on Craigslist. Do not post something, blatantly spamming your URL. This is an example of what NOT to do: "HEY GUYS CHECK OUT MY SITE ITS THE BEST!!!! LOL11!!! http://myaffiliatelink.com LOL OK GO THER PLX" Doing this is also a good way to get banned from your CPA network as well, which also is not a good thing.

  Tip 4: CATCH THE CURIOSITY OF THE READER! This is one of the most important tips of all. By catching the curiosity of the reader you have a much higher chance of getting an email from them, or getting a click on your link. Also, make sure to keep your ad short - this will help catch their curiosity.

  Tip 5: DON'T GIVE UP, EVER! That's it, DON'T GIVE UP. Giving up is the easiest way to not make money online. To make money you must stick with it. I know it will be hard, but when you finally do get that first sale, or that first lead, it's the greatest feeling ever. If you can do it once, you can do it a million times.

10 Great Tips On How To Design A Card


1. There are many types of cards you can choose from . Design the ones that you need or that sound the most interesting to you. Try birthday, anniversary, cards for children, wedding, sympathy, holiday or get well.



2. To begin the design you will need good paper. Look for pre-folded cards or use cardstock and fold your own. Using a bone folder is helpful here because it makes a very nice clean fold. There are several sizes to choose from, make sure you have an envelope to fit or be prepared to make one. There are templates galore for this type of thing.



3. Next choose a sticker or rubber stamp for the image on the front of the card. If using stamps, try different color stamp pads until you get the design and color you like. You can layer the stickers or stamped image on other paper to create a more pleasing design. Try using a combination of plain and matching patterned paper for this step.



4. There are embellishments you can use instead of a stamp or sticker. These are often dimensional and add a lot to the design of your card.



5. Make certain you have appropriate glue. Carefully consider the adhesive you want to use. A glue gun works well for heavy items but will wrinkle most papers. Glue dots and strips are handy for many design gluing jobs. I really like the glue stick that says"heavy duty" on the label, it is good for almost any paper and dries smooth and clear.



6. Design the words next. Think about what you want the card to say. Do you want the greeting or message on the inside or on the front of the card? You can use rubber stamps for this, stickers or computer generated greetings. There are so many fonts available that every card can be unique.



7. Lay your design out on the card before you attach the different elements. Check to make sure it all fits and that you like the design. Glue everything down and making sure all pieces are secure.



8. Now look at the inside of your card. If you are going to put a message there think about layering it on other paper to match the design on the front of your card. Attach these pieces to the inside of the card.



9. Check out the whole card now. Are you happy with the design? Does it need anything extra like colored brads or buttons? Is there part of the design that would look nice colored in with marker, colored pencils, chalks or watercolors?



10. I believe a card is not finished until the fiber is added, both inside and out. Matching colors from the design, take two or three strands of coordinating ribbon, yarn, metallic thread or wire and tie into a knot. Trim the ends so it looks the way you want it. Attach with your glue gun and you are done with the card.The envelop please! To put a final touch on your design decorate the envelop to match the card. Use your markers, chalk, stickers and stamps to create an envelop that is as gorgeous as what’s inside!!

In very little time you can create a special and unique card and envelop using your own design.

Sunday, September 2, 2018

Why You Need An iPhone

Ever since the introduction of the Apple iPhone, there has been a huge public response to this product.  Millions of people are proclaiming the wonders and beauty of this cell phone, iPod, calendar and mobile Internet device.  However, the real question is, why do you need to have an iPhone?  Of course, it seems that it is a great product because it streamlines your electronic productivity and allows you to have many products wrapped up into one, but what are the real perks to having an iPhone?  The answer to this question really depends on who you ask.  However, there are many actual reasons why the iPhone is a great purchase. 

The first reason why having an iPhone is a good idea is because it helps to streamline your life.  There is no denying that many of us live a very hectic and extremely busy life.  We rarely have time to relax, nonetheless running around the house looking for your cell phone, iPod and PDA.  However, when you have an iPhone you are actually getting all of these electronics, in one slim and sophisticated product.  Many people who used to carry around two or three electronic devices are thrilled at how easy and convenient their iPhone actually is.

They no longer have to worry about running out of pocket space for your mobile devices, thus they are able to move throughout their life without having to worry about leaving their iPod at their friends house or their cell phone at the restaurant.  With the iPhone, everything is packaged in a beautiful, and one-of-a-kind, device.

Another reason why you actually need an iPod is because you are able to have the world at your fingertips, literally.  Unlike other cell phones, which allow you to look at a dumb-down version of the Internet, with the iPhone, you are actually surfing the net.  If you have never been able to access the Internet while sitting in traffic, or looking up your friend's MySpace profile on a whim, than you do not understand how great it is to be able to access the World Wide Web on a moments notice.  This constant availability to information is a great feature, and once you have it you will never want to own an internet-less cell phone again.

Because so many of us have jobs across town, and friends that live on the other side of the city, we are always in our cars.  But what happens when you are asked to go somewhere, and you don't know where it's at?  Normally, you get on the Internet and MapQuest it, however, if you have an iPhone, than accurate directions to any destination is only a few 'taps' away.  When you have an iPhone, than you automatically gain access to the powerful mapping service, Google Maps, and it is with this application you can find your local pizza joint, Starbucks or even Public Library.  One of the coolest features is not the fact that you can get directions to this location, but you can also call them too.

Say you typed in "Starbucks,"  you would then be shown the closest Starbucks to where you are currently at.  You can then call them and place your order, or ask them questions about their coffee.  Very rarely will you find a device that not only connects you to your world, but also brings you closer to it.  With technology seemingly pushing the "world" further away, it is extremely refreshing to find a mobile device that connects you with those around you in such a dynamic way. 

How To Clean Your iPhone

When you have a product, such as the iPhone, it is imperative that you care for this electronic device so that it will last you many years.  However, one of the easiest ways to care for your Apple iPhone is not to go out and purchase various products to keep it safe throughout its life, while that is important, the best way to show your new cell phone some T.L.C. is through simply cleaning it.  However, this poses a major problem for many people.  The reason for this is because since the iPhone is such a unique device, and its screen is so sensitive to touch, many people don't know how they can properly clean their iPhone without damaging it. 

Of course, when you are cleaning your iPhone, you don't want to simply wash it with any type of cleaners, because these cleaners could actually cause the iPhone to malfunction, thus giving you a defective product.  When you are cleaning your iPhone, you must ensure that you take extra care, and don't do it if you are in a rush.  The reason behind this is because if you are lazy, or in a hurry, you may damage the inner workings of the iPhone, as well as the ever important screen.  When you are cleaning your iPhone, there are several items that you must have.  These items will allow you to effectively clean your phone without damaging the sensitive touch screen or the inner workings of your fantastic cell phone. 

Before you clean your iPhone, you need to make sure that you have the following items:  water, microfiber cloth and your favorite CD to relax you and make the process enjoyable.  Make sure that you NEVER use any type of chemical agents to clean your iPhone, because these can actually hinder the way the screen interacts with you.  Once you have gathered all of the items sit down and place the water in a small cup.  With the microfiber cloth, which is available through the many various iPhone retailers, dip the corner of the cloth into the water, allowing it to become saturated with the water.

Make sure that you do not use too much water though, a good way to test to see if you have enough water is to grab a piece of glass, or go to a mirror, and with the wet cloth wipe off a corner.  If there is streaming water drops coming from where you wiped the mirror, than you have too much water on the cloth and you need to dry it out some. 

You want to be able to wipe your iPhone screen without having drops of water left behind.  Next, take the slightly wetted cloth and begin to wipe the screen of your iPhone in a up-and-down motion.  Do not wipe in circles, because this can leave behind smudges that are unsightly when you turn on your iPhone.  It will usually take one or two wipes to clean the entire surface of your iPhone.  How often you clean your iPhone depends on how much you use it.  Since the screen of your phone is the interface to the entire product, than you will be using it constantly, thus the oils from your fingers will begin to build up and create a dingy look to the screen.  Average users clean their iPhone once a week, maybe once every two weeks.  

Saturday, September 1, 2018

Top 3 Ways To Boost Your Affiliate Commissions Overnight

The ideal world of affiliate marketing does not require having your won website, dealing with customers, refunds, product development and maintenance. This is one of the easiest ways of launching into an online business and earning more profits.

Assuming you are already into an affiliate program, what would be the next thing you would want to do? Double, or even triple, your commissions, right? How do you do that?

Here are some powerful tips on how to boost your affiliate program commissions overnight.


1. Know the best program and products to promote. Obviously, you would want to promote a program that will enable you to achieve the greatest profits in the shortest possible time. 


There are several factors to consider in selecting such a program. Choose the ones that have a generous commission structure. Have products that fit in with your target audience. And that has a solid track record of paying their affiliate easily and on time. If you cannot seem to increase your investments, dump that program and keep looking for better ones.

There are thousands of affiliate programs online which gives you the reason to be picky. You may want to select the best to avoid losing your advertising dollars.

Write free reports or short ebooks to distribute from your site. There is a great possibility that you are competing with other affiliates that are promoting the same program. If you start writing short report related to the product you are promoting, you will be able to distinguish yourself from the other affiliates.

In the reports, provide some valuable information for free. If possible, add some recommendations about the products. With ebooks, you get credibility. Customers will see that in you and they will be enticed to try out what you are offering.

2. Collect and save the email addresses of those who download your free ebooks. It is a known fact that people do not make a purchase on the first solicitation. You may want to send out your message more than six times to make a sale. 


This is the simple reason why you should collect the contact information of those who downloaded your reports and ebooks. You can make follow-ups on these contacts to remind them to make a purchase from you.

Get the contact information of a prospect before sending them to the vendor’s website. Keep in mind that you are providing free advertisement for the product owners. You get paid only when you make a sale. If you send prospects directly to the vendors, chances are they would be lost to you forever.

But when you get their names, you can always send other marketing messages to them to be able to earn an ongoing commission instead of a one-time sale only.

Publish an online newsletter or Ezine. It is always best to recommend a product to someone you know than to sell to a stranger. This is the purpose behind publishing your own newsletter. This also allows you to develop a relationship based on trust with your subscribers.

This strategy is a delicate balance between providing useful information with a sales pitch. If you continue to write informative editorials you will be able to build a sense of reciprocity in your readers that may lead them to support you by buying your products.

3. Ask for higher than normal commission from merchants. If you are already successful with a particular promotion, you should try and approach the merchant and negotiate a percentage commission for your sales. 


If the merchant is smart, he or she will likely grant your request rather than lose a valuable asset in you. Keep in mind that you are a zero-risk investment to your merchant; so do not be shy about requesting for addition in your commissions. Just try to be reasonable about it.

Write strong pay Per Click ads. PPC search engine is the most effective means of advertising online. As an affiliate, you can make a small income just by managing PPC campaigns such as Google AdWords and Overture. Then you should try and monitor them to see which ads are more effective and which ones to dispose of.

Try out these strategies and see the difference it can make to your commission checks in the shortest of time.